ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

বুঝতে হবে সময়ের গুরুত্ব

আরাফাত রিলকে

প্রকাশিত: ১৮:২৪, ৩০ জুলাই ২০২৫

বুঝতে হবে সময়ের গুরুত্ব

লালন ফকির বলেন, সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন করলি না। মানুষের জীবনে সময় খুব অল্প। বিভিন্ন কারণে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। ছাত্রাবস্থায় অতিরিক্ত আড্ডা, মাত্রাতিরিক্ত প্রযুক্তির প্রতি আসক্তি পড়াশোনার সময় শেষ করে দেয়। সংসার জীবনের রোমাঞ্চ নষ্ট হয় অকারণ ঝগড়ায়, দায়িত্বে অবহেলায়, একের প্রতি অন্যের ছাড় না দেওয়ার মানসিকতায়। যে সময় নিজেকে উন্নতি করার, সে সময় নষ্ট হয় নানা হতাশায়, সীমাহীন উচ্চাকাক্সক্ষায়। যে সময় টাকা রোজগারের, তা খেয়ে ফেলছে অতিরিক্ত ভোগের ইচ্ছা। নিজ সন্তানকে সুশিক্ষা দেবার জন্য তাকে সময় দেওয়া জরুরি। তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন খুব দরকার। অথচ সে সময় আমরা নষ্ট করছি কেবল টাকার পেছন দৌড়ে। অর্থাৎ আপনাকে একটা নিয়ম মানতে হবে কোন সময় আপনি আয় রোজগার করবেন, কোন সময়টা স্ত্রী সন্তানকে দেবেন, কোন সময়টা বন্ধু-বান্ধবীদের সঙ্গে আড্ডা দেবেন। সময়ের সুশৃঙ্খলতা আনতে পারলে জীবন উপভোগের। না হলে জীবনে ব্যর্থতা আসবেই। অবশ্য ব্যর্থতাও সফলতার মতো জীবনের অংশ। এই ব্যর্থতাকে সফলতায় রূপান্তরের জন্যও সময়ের সঠিক ব্যবহার প্রয়োজন। চাকরি হোক, ব্যবসা হোক যে কোনো পেশায় উন্নতি করতে হলে সময় সঠিক ব্যবহার জরুরি। মানুষের জীবনে কাজের সময় খুব অল্প। তার একটি দিনের মধ্যে বড় একটি অংশ চলে যায় ঘুমে, খাওয়া দাওয়ায়, সামাজিক বিভিন্ন কাজে, বাজারে, গোসলে। ঘুম, গোসল, বিশ্রাম, খাওয়া মানুষের প্রাত্যহিক গুরুত্বপূর্ণ কাজ। সঠিক সময়ে ঘুমানো, সকালে ঘুম থেকে ওঠা, সঠিক সময়ে খাওয়া, সঠিক সময়ে গোসল, দিনে কিছুটা সময় ব্যায়ামের জন্য রাখা মানুষের শারীরিক মানসিক সুস্থতার জন্য জরুরি। আবার এর মাঝখানেই পরিবারকে সময় দিতে হবে, এর মাঝখানেই পেশাগত কাজ করতে হবে। অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে। একটি মানুষ এগিয়ে যাওয়ার জন্য সময়ের সুষম বন্টন প্রয়োজন। সে ব্যক্তিই সফল হয়, যে সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারে। ছাত্রজীবন ও যৌবনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রজীবনে অযথা সময় নষ্ট করলে সারাজীবন পস্তাতে হয়। যৌবনে সময় নষ্ট করলেও আফসোসের অন্ত থাকে না।
শুধু ব্যক্তিক পর্যায়ে নয়, সামষ্টিক পর্যায়েও সময়ের সদ্ব্যবহার অত্যন্ত প্রয়োজন। যে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো তার কর্মস্থলে আসে, সময়ের চাহিদা অনুযায়ী কাজ করে ও সময়মতো কাজ শেষ করে সে প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠান থেকে এগিয়ে থাকে। শিল্পপ্রতিষ্ঠানগুলোয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত তাকে বাজারে টিকে থাকতে সহায়তা করে। খেয়াল করলে দেখা যায়, যেসব প্রতিষ্ঠানগুলো লাভজনক তারা সময়ের চাহিদা বুঝে, সময়ের উত্তম ব্যবহার করতে জানে। সবশেষে বলা যায়, ব্যক্তিক, সমষ্টিক যাই হোক, সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ময়মনসিংহ থেকে

প্যানেল/মো.

×