
সোমবার (৭ জুলাই) সকাল ৮:৫০ মিনিটে ইংরেজি বিভাগের সামনে জড়ো হন দুই থেকে তিন শতাধিক শিক্ষার্থী। রাজধানীর স্বনামধন্য ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর জাকির হোসেনের অপ্রত্যাশিত বদলি মেনে নিতে না পেরে তারা আন্দোলন শুরু করেন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে নিজেদের ফেসবুক আইডিতে কয়েকদিন ধরেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। আজ তারা সরাসরি বিভাগে উপস্থিত হয়ে এ বিষয়ে সরব ভূমিকা নেন।
২০১৮-১৯ সেশনের আঁখি জনকণ্ঠকে জানান, “আমরা সবাই স্বপ্রণোদিতভাবে এখানে এসেছি। আমাদের একটাই দাবি, জাকির স্যারের বদলি প্রত্যাহার করতে হবে।”
এই দাবিতে শিক্ষার্থীরা গণস্বাক্ষর সংগ্রহ করেন এবং আবেদনপত্র ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ড. শামছুন নাহারের কাছে জমা দেন।
“Bring Back Jakir Sir”, “We Want Jakir Sir” ইত্যাদি স্লোগান দিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
২০২০-২১ সেশনের শিক্ষার্থী বুশরা আমিন বলেন, “ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের পক্ষ থেকে আমাদের হৃদয়ের অনুরোধ, আমরা জাকির স্যারের কোনো প্রতিস্থাপন চাই না। আমরা আমাদের স্যারকেই ফেরত চাই।”
শিক্ষার্থীরা জানান, প্রফেসর জাকির হোসেন শুধু একজন সম্মানিত শিক্ষক নন, বরং শিক্ষার্থীদের প্রিয় একজন মানুষ। তাদের ভাষ্যমতে, সততা, মানবতা, জ্ঞান ও অটল নিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষকতার সর্বোচ্চ মানদণ্ড স্থাপন করেছেন।
তারা আরও বলেন, “স্যার আমাদের যা হতে অনুপ্রাণিত করেন, তার প্রতিমূর্তি। নীতিতে সততা, কার্যকলাপে নম্রতা ও দায়িত্বের বাইরে গিয়ে উৎসর্গ করার মানসিকতায় তিনি সবার প্রিয় হয়েছেন।”
শিক্ষার্থীরা জানান, “তার শান্ত নির্দেশনা, সহানুভূতিশীল উপস্থিতি এবং শিক্ষার্থীদের প্রতি অটল প্রতিশ্রুতি তাকে বিভাগের প্রাণ হিসেবে গড়ে তুলেছে। প্রফেসর জাকির হোসেনকে ছাড়া আমাদের ইংরেজি বিভাগ শুধু একজন শিক্ষককে নয়, তার আত্মাকেও হারাবে। আমরা বিনীতভাবে অনুরোধ করছি— আমাদের স্যারকে ফিরিয়ে দিন। এ আমাদের ঐক্যবদ্ধ দাবি।”
আরেক শিক্ষার্থী রিধি বলেন, “জাকির স্যার খুবই ভালো মানুষ। তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আমরা তার মতো শিক্ষককে হারাতে চাই না। এর জন্য যতদূর যাওয়া লাগে, আমরা যাবো। এর আগেও আরেকজন শিক্ষককে বদলি করতে চেয়েছিল, শিক্ষার্থীরা আন্দোলন করায় বদলি হয়নি। আমাদের ডিপার্টমেন্টে ১২০০-১৫০০ শিক্ষার্থী থাকা সত্ত্বেও মাত্র ৮ জন শিক্ষক রয়েছেন। জাকির স্যারই ১২-১৩টি ক্লাস করান। এমন শিক্ষক পাওয়া ভাগ্যের বিষয়।”
আরেক শিক্ষার্থী রিমা আক্তার বলেন, “তার বদলি কিছুতেই মেনে নেব না। আমরা স্যারকে যেতে দেব না।”
অধ্যক্ষ ড. শামছুন নাহারের সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা জানান, প্রফেসর জাকির হোসেনকে রাখার জন্য তারা যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। উল্লেখ্য, মঙ্গলবার সকালেও তারা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
মিমিয়া