ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বিবাহের ৩৩ দিনের মাথায় স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী

রিপন ইসলাম শেখ, নীলফামারী

প্রকাশিত: ১৪:০৪, ৯ জুন ২০২৫

বিবাহের ৩৩ দিনের মাথায় স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী

বিয়ের মাত্র ৩৩ দিনের মাথায় স্ত্রী বৃষ্টিকে (২১) গলাটিপে হত্যার অভিযোগে স্বামী নূর নবী ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি রবিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ বৃষ্টি নীলফামারী সদর উপজেলার চওড়া আঞ্জুমানপাড়া এলাকার আলাউদ্দীনের মেয়ে। গত ৬ মে পারিবারিকভাবে ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়ার ইউসুফ আলীর ছেলে নূর নবী ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা বৃষ্টিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। উচ্চতায় কিছুটা খাটো হওয়ায় বৃষ্টিকে প্রায়ই অপমান করা হতো বলেও জানা গেছে। তবে, আটক নূর নবী ইসলামের স্বজনরা দাবি করছেন, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

নিহত বৃষ্টির বড় ভাই মাজিদুল ইসলাম জানান, "কয়েকদিন ধরেই আমার বোনের সঙ্গে তার স্বামীর ঝগড়া চলছিল। এসব ঘটনা সে আমাদের জানিয়েছিল। আজ আমাদের বাড়িতে আসার কথা ছিল তাদের। কিন্তু হঠাৎ বোনের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে যাই। গিয়ে দেখি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।"

ডোমার থানার উপপরিদর্শক (এসআই) আঙ্গুর মিয়া জানিয়েছেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই ঘটনায় রবিবার রাত ৮টার দিকে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সানজানা

×