ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতসহ আটদফা দাবিতে রাজশাহীর ডিসিকে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৪:৩০, ৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:৩৫, ৩ ডিসেম্বর ২০২৪

নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতসহ আটদফা দাবিতে রাজশাহীর ডিসিকে স্মারকলিপি

অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতসহ আটদফা দাবিতে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারকে স্মারকলিপি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মঙ্গলবার বেলা ১১টায় ক্যাবের জেলা কমিটির সদস্যরা ডিসির কার্যালয়ে গিয়ে তাঁকে এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত, বাজারে অভিযান বৃদ্ধি, টিসিবির ট্রাকসেল বাড়ানো, টিসিবির কার্ড বাড়ানো, ভোজ্য তেল খোলা বাজারে বিক্রেতাদের কঠোরভাবে নজরদারি করা, ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করা এবং খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি দেওয়ার সময় ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ হেমব্রম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি অম্লান অনিরূদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।

জাফরান

×