ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

জাতীয় সাঁতার প্রতিযোগিতা

প্রথম দিনে ৪টি নতুন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৩, ১০ নভেম্বর ২০২৪

প্রথম দিনে ৪টি নতুন রেকর্ড

জাতীয় সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার মঞ্চে পদকজয়ী নারী সাঁতারুরা

ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা শনিবার থেকে ঢাকার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর (চেয়ারম্যান, ম্যাক্স গ্রুপ ও সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ সুইমিং ফেডারেশন)। প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৪টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। বাংলাদেশ নৌবাহিনী ৭ স্বর্ণ, ৬ রৌপ্য, ৩ ব্রোঞ্জপদক পেয়ে শীর্ষে আছে। 
পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ২৬.৭৯ সেকেন্ড (পুরনো রেকর্ড ২৬.৯০ সেকেন্ড, রাফি-নৌবাহিনী, ২০২৩), নারীদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর জুঁথি আক্তার ৩২.৭৪ সেকেন্ড (পুরনো রেকর্ড ৩২.৭৫ সেকেন্ড, জুুঁথি-নৌবাহিনী, ২০২১), নারীদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর রোমানা আক্তার ১ মিনিট ১৮.২৭ সেকেন্ড (পুরনো রেকর্ড ১ মিনিট ১৯.০০ সেকেন্ড, মরিয়ম-নৌবাহিনী-২০২১) এবং পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর কাজল মিয়া ২ মিনিট ০৯.৪১ সেকেন্ড (পুরনো রেকর্ড ২ মিনিট ১০.২৫ সেকেন্ড, কাজল-নৌবাহিনী, ২০২৩) সময় নিয়ে স্বর্ণপদক জেতার পাশাপাশি নতুন জাতীয় রেকর্ড গড়েন।

×