ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

থম্পসনের ডাবল স্বর্ণপদক

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৫৮, ৭ আগস্ট ২০২২

থম্পসনের ডাবল স্বর্ণপদক

কমনওয়েলথ গেমসে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জয়ী জ্যামাইকার এ্যালেইন থম্পসন

কমনওয়েলথ গেমসেও চমকপ্রদ পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখলেন এ্যালেইন থম্পসন হেরাটুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় এবং ট্র্যাক এ্যান্ড ফিল্ডের জনপ্রিয় ইভেন্ট ১০০ মিটারের পর ২০০ মিটারেও স্বর্ণপদক জয়ের নজির গড়লেন তিনি

বার্মিংহামে শনিবার ২২.০২ সেকেন্ড টাইমিংয়ে প্রথম হন এই জ্যামাইকান কিংবদন্তি, যা কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ডএর ফলে ২০১৬ সালে রিও অলিম্পিক এবং ২০২১ সালে টোকিও অলিম্পিকের পর এবার কমনওয়েলথ গেমসেও ১০০ এবং ২০০ মিটারে স্বর্ণপদক জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়লেন এ্যালেইন থম্পসন হেরাকমনওয়েলথ গেমসে এর আগে সেরা পারফর্মার ছিলেন শাউনাই মিলার-উইবো২২.০৯ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে ইতিহাস গড়েছিলেন তিনিএবার তাকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ৩০ বছর বয়সী এ্যালেইন থম্পসন হেরা

২০০ মিটারে দ্বিতীয় হয়েছেন নাইজিরিয়ার ফেভার ওফিলিসমাপ্তিরেখা স্পর্শ করতে তার সময় লাগে ২২.৫১ সেকেন্ড২২.৮০ সেকেন্ড টাইমিংয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছেন নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা

চলতি বছরের জুনেই ত্রিশ বছরে পা রাখেন এলেইন থম্পসন হেরাএ বয়সেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিকে পাঁচটি স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েছেন তিনিযার মধ্যে রয়েছে স্প্রিন্টে ডাবল ডাবলএর কীর্তিওছয় বছর আগে ব্রাজিলের রিও ডি জেনেরিও অলিম্পিকে প্রথমবার ১০০ এবং ২০০ মিটারে স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছিলেন তিনিসেবার ৪ গুণিতক ১০০ মিটার রিলেতেও রৌপ্যপদক জিতেছিলেন থম্পসনপাঁচ বছর পর টোকিও অলিম্পিকেও একই চিত্রনাট্যস্প্রিন্টে ডাবলস্বর্ণপদক জয়ের বিস্ময়কর কীর্তি গড়েন তিনিশুধু তাই নয়? ৪ গুণিতক ১০০ মিটারেও স্বর্ণপদক জেতেন থম্পসনযে কারণে জ্যামাইকান এই স্প্রিন্টার ফেবারিটের তকমাটা গায়ে মেখেই চলতি বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ করেছিলেনকিন্তু ইউজিনে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনিপ্রকৃতপক্ষে তাকে ছাপিয়ে সেখানে আলো ছড়ান তারই স্বদেশী শেলি-এ্যান ফ্রেজার প্রাইস এবং শেরিকা জ্যাকসন১০০ মিটারে স্বর্ণ জেতেন কিংবদন্তি শেলি-এ্যান ফ্রেজার প্রাইসআর ২০০ মিটারে বাজিমাত করেন শেরিকা জ্যাকসনতবে বার্মিংহ্যামে চলমান কমনওয়েলথ গেমসে শেলি ফ্রেজার কিংবা শেরিকা জ্যাকসনের কেউই অংশগ্রহণ করেননিএই দুই তারকা স্প্রিন্টার কমনওয়েলথ গেমসের চেয়েও প্রাধান্য দিয়েছেন ইউরোপের ইভেন্ট ডায়মন্ড লীগকেযে কারণে তারা বেশ সমালোচনার মুখেও পড়েনতবে তাদের অনুপস্থিতির সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছেন এ্যালেইন থম্পসন হেরাগত বুধবার ১০০ মিটার প্রথম হওয়ার সৌজন্যে কমনওয়েলথ গেমসের নতুন রানী বনে যান অলিম্পিকের পাঁচ স্বর্ণপদকজয়ী এই জ্যামাইকান স্প্রিন্টার।  যেখানে জ্যামাইকান স্প্রিন্টার ফিনিশিং লাইন স্পর্শ করতে সময় নেন ১০.৯৫ সেকেন্ডআর তাতেই কমনওয়েলথ গেমসের এই ইভেন্টে প্রথম স্বর্ণপদক জয়ের নজির গড়েন তিনিতার তিনদিন পর শনিবার ২০০ মিটারেও শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন থম্পসন

তাও এমন এক দিনে এই নজির গড়লেন যা তার জন্য প্রকৃতপক্ষেই গৌরবেরকেননা, এদিন ছিল জ্যামাইকার স্বাধীনতা দিবসআর এমন দিনেই দেশের পতকা উঁচিয়ে ধরলেন বিশ্ব দরবারেকমনওয়েলথ গেমসে এটা তার চতুর্থ পদকএই টুর্নামেন্টে প্রথম স্বর্ণপদক জয়ের স্বাদ পান ২০১৪ সালের গ্ল্যাসগো গেমসে

সেবার ৪ গুণিতক ১০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন তিনিএরপর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট আসরে এই ইভেন্টেই রৌপ্যপদক জিতেছিলেন থম্পসনএবার ট্র্যাক এ্যান্ড ফিল্ডের সবচেয়ে আকর্ষণীয় ১০০ মিটারের পর ২০০ মিটারেও স্বর্ণপদক জয়ের কীর্তি গড়ে নিজকে নিয়ে গেলেন ইতিহাসের সোনালি পাতায়

×