ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

দলে জায়গা হারানো ক্রিকেটারদের ইঙ্গিতপূর্ণ পোস্ট

প্রকাশিত: ১৯:২৭, ২ নভেম্বর ২০২৪

দলে জায়গা হারানো ক্রিকেটারদের ইঙ্গিতপূর্ণ পোস্ট

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে  শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ নভেম্বর শারজাতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। এ সিরিজকে সামনে রেখে  নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

 

 

স্কোয়াডে যে সাকিব আল হাসান থাকবেন না, সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারেননি লিটন দাস। এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি বলে আফগানিস্তান সিরিজের দলে নেই লিটনও।

এর আগে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল চলতি বছরের মার্চে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সে সিরিজের দল থেকে আফগানিস্তান সিরিজের দলে জায়গা হারিয়েছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় ও হাসান মাহমুদ। এর মধ্যে তাইজুলের পরিবর্তে ডাক পেয়েছেন নাসুম আহমেদ, নতুন মুখ হিসেবে স্কোয়াডে যুক্ত হয়েছেন নাহিদ রানা।

 

দল থেকে বাদ পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ক্রিকেটাররা। প্রথমে তাইজুল ইসলাম, পরে এনামুল হক বিজয় এবং সর্বশেষ এ তালিকায় যোগ হন মেহেদী হাসান।

ফুয়াদ

×