ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

গ্রান্ট হলওয়ের মুখে স্বর্ণের হাসি

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ০১:৩৮, ১০ আগস্ট ২০২৪

গ্রান্ট হলওয়ের মুখে স্বর্ণের হাসি

.

প্যারিস অলিম্পিকে ছেলেদের ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্রান্ট হলওয়ে।  ১২.৯৯ সেকেন্ডে রেস শেষ করেন তিনি। ১৩.০৯ সেকেন্ড নিয়ে তার স্বদেশী ড্যানিয়েল রবার্টস রৌপ্য ও জ্যামাইকার রশিদ ব্রোডবেল জিতেছেন ব্রোঞ্জ।

এদিন অ্যাথলেটিকসে ছিল পাঁচটি স্বর্ণপদকের ইভেন্ট। পুরুষ জ্যাভেলিন থ্রো ও ২০০ মিটার স্প্রিন্ট ছাড়া অন্য তিন ইভেন্টের স্বর্ণই জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা।  মেয়েদের লং জাম্পে ৭.১০ মিটার লাফিয়ে স্বর্ণ জিতেছেন টারা ডেভিড উডহল। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড গড়ে বাজিমাত করেছেন সিডনি ম্যাকলাফলিন-লোভরেন। তবে ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে হতাশ হতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। করোনা পজিটিভ তারকা নোয়াহ লাইলস জিতেছেন ব্রোঞ্জ পদক। এই ইভেন্টের বিশ্বচ্যাম্পিয়ন সময় নিয়েছেন ১৯.৭০ সেকেন্ড। স্বর্ণ জিতেছেন বতসোয়ানার লেটসিলে টেবোগো। আফ্রিকান রেকর্ড গড়ে তিনি সময় নিয়েছেন ১৯.৪৬ সেকেন্ড। ১৯.৬২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেকের।
সকালে চীন তো রাতে শীর্ষে উঠে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্যারিস অলিম্পিকের এ পর্যায়ে পদকের লড়াই জমে উঠেছে দুই পরাশক্তির মধ্যে। এদিন ডাইভিং ও ভারোত্তোলন থেকে দুটি স্বর্ণ জিতে যুক্তরাষ্ট্রকে টপকে যায় চীন। যদিও বাংলাদেশ সময় মধ্য রাতে অ্যাথলেটিকস ট্র্যাক থেকে তিন তিনটি স্বর্ণ জিতে চীনকে টপকে যায় যুক্তরাষ্ট্র।

শুক্রবার ১৪তম দিন এ রিপোর্ট লেখার সময় ৩০টি স্বর্ণসহ মোট ১০৩টি পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। সমান ৩০টি স্বর্ণসহ মোট ৭৪টি পদক নিয়ে দুইয়ে এশিয়ান জায়ান্ট চীন। পদক তালিকায় চীন ও যুক্তরাষ্ট্রের পরেই ছিল অস্ট্রেলিয়া (১৮ স্বর্ণ), ফ্রান্স (১৪ স্বর্ণ), ব্রিটেন (১৪ স্বর্ণ)। মেয়েদের লং জাম্পে যুক্তরাষ্ট্রের টারা ডেভিস-উডহল, মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলফলিন-লেভরোন ও ছেলেদের ১১০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রের গ্রান্ট হলওয়ে স্বর্ণ জিতেছেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই তিন স্বর্ণপদক দিয়ে চীনকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্র। তখন তাদের দুটি স্বর্ণপদক বেশি ছিল। যদিও এরপর মেয়েদের ৫৪ কেজি ওজন শ্রেণির বক্সিংয়ের ফাইনালে তুরস্কের হাতিচ আকবাসকে হারিয়ে স্বর্ণ জিতে নেন চীনের চ্যাং ইউয়ান। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমাতে সমর্থ হয় চীন। এ রাতে ছেলেদের বর্ষা নিক্ষেপে নতুন অলিম্পিক রেকর্ড (৯২.৯৭ মিটার) গড়ে স্বর্ণ জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম।
৪০০ মিটার হার্ডলসে সিডনির বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণজয় অন্যতম আলোচিত। ৫০.৩৭ সেকেন্ড সময় নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট।

রৌপ্য জিতেছেন আরেক মার্কিন অ্যাথলেট অ্যানা ককরেল (৫১.৮৭), ব্রোঞ্জ নেদারল্যান্ডসের ফেমকে বোলের (৫২.১৫)। গত জুনেই ৫০.৬৫ সেকেন্ডে দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন সিডনি। কিন্তু সেরাটা যেন অলিম্পিকের জন্য বাঁচিয়ে রেখেছিলেন তিনি। এ নিয়ে পরপর দুবার অলিম্পিকে স্বর্ণপদক পেলেন এই অ্যাথলেট। গত আসরে অলিম্পিক রেকর্ড গড়েই প্রথম হন তিনি। এদিন দুটো রেকর্ডই ভাঙেন একসঙ্গে। মেয়েদের  লং-জাম্পের স্বর্ণও গেছে যুক্তরাষ্ট্রের ঘরে। সর্বোচ্চ ৭.১০ মিটার লাফিয়েছেন দেশটির টারা ডেভিড-উডহল। ৬.৯৮ মিটার নিয়ে জার্মানির মালাইকা মিহাম্বো রৌপ্য ও ৬.৯৬ পয়েন্ট যুক্তরাষ্ট্রের জেসমিন মুর ব্রোঞ্জপদক নিশ্চিত করেন। আজ মেয়েদের ফুটবলের ফাইনালে স্বর্ণের লড়াইয়ে অবতীর্ণ হবে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। 

×