ঢাকা, বাংলাদেশ   সোমবার ১১ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রাহায়ণ ১৪৩০

আবার বাংলাদেশের ক্রিকেটে শ্রীরাম

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৬, ২২ সেপ্টেম্বর ২০২৩

আবার বাংলাদেশের ক্রিকেটে শ্রীরাম

শ্রীধরন শ্রীরাম

গত বছর এশিয়া কাপ টি২০ থেকে বাংলাদেশ দলের দায়িত্ব নেন ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম। সে সময় তাকে টি২০ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ করা হলেও প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে এই ফরম্যাট থেকে সরানো হয়। পুরো টি২০ দলের দায়িত্ব টি২০ বিশ^কাপ পর্যন্ত সামলেছেন শ্রীরাম। এবার আরেকটি বিশ^কাপ ঘনিয়ে আসতেই শ্রীরামের শরণাপন্ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন ওয়ানডে বিশ^কাপের প্রথম থেকে শেষ পর্যন্ত আগের মতোই টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন বাংলাদেশ দলের সঙ্গে। তবে প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহের পাশাপাাশি কাজ করতে হবে তার। এমনকি কোচিং প্যানেলে এখন সহকারী কোচ নিক পোথাসও আছেন। বাংলাদেশ দলের বিশ^কাপ অভিযান শুরু ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। তবে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগেই শ্রীরামের যোগ দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। 
টি২০ ফরম্যাটে খুবই বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। সেই দলটিকে বদলে ফেলার জন্যই শ্রীরামকে নিয়োগ করে বিসিবি। কাজটি বেশ ভালোভাবেই করেছেন তিনি। তবে তার কাজের ফলে কার্যকারিতা দেখার জন্য কিছুটা অপেক্ষায় থাকতে হয়েছে। তাই ২০২২ টি২০ বিশ^কাপে অনেকখানি ভালো একটি অবস্থায় দেখা গেছে বাংলাদেশ দলকে। কিন্তু এরপর আর শ্রীরামকে পায়নি বিসিবি। তাকে লম্বা সময়ের জন্য কিংবা অস্থায়ী দায়িত্ব পালনের জন্য চেয়েও পাওয়া যায়নি। কিন্তু এবার ভারতের মাটিতে বিশ^কাপের আগে তাকে চেয়ে অবশেষে পেয়েছে বিসিবি। আসন্ন ওয়ানডে বিশ^কাপে তাই শ্রীরামকে আবার বাংলাদেশের তাঁবুতে দেখা যাবে।

ভারতের সাবেক এই স্পিন বোলিং অলরাউন্ডার জাতীয় দলের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত মাত্র ৮টি ওয়ানডে খেলেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন প্রায় ১৮ বছর। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার বেশ ভালো শ্রীরামের। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলেন শ্রীরাম, তার সময়ই ২০২১ সালে প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। মূলত স্পিনারদের নিয়েই কাজ করেছিলেন অস্ট্রেলিয়া দলে। কারণ তার আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া দলের স্পিন কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন শ্রীরাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি২০ আসরে নিয়মিত কাজ করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস, দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি আইপিএলের দল লক্ষেèৗ সুপার জায়ান্টসের কোচ। এবার তাকে পেয়ে দল আরও উপকৃত হবে বলেই আশা করা হচ্ছে।