ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

বাংলাদেশ দলের অনুশীলনে সাকিব

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৫, ১৫ আগস্ট ২০২৪

বাংলাদেশ দলের অনুশীলনে সাকিব

বুধবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করেছে টাইগাররা

কিছুদিন আগে থেকেই সবার মনে প্রশ্ন ছিল সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন কিনা তা নিয়ে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয় খেলবেন তিনি। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতন ঘটে বাংলাদেশ সরকারের। 
নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি, তাই নতুন করে সংশয় দেখা দেয় তার খেলা নিয়ে।

কারণ কানাডায় গ্লোবাল টি২০ আসর খেলার সময় দর্শকদের কাছ থেকে লাঞ্ছিত হয়েছেন তিনি। কিন্তু সাকিবকে নিয়েই দল ঘোষণা করা হয়। মঙ্গলবার ভোরে তাকে ছাড়াই লাহোর পৌঁছে বাংলাদেশের টেস্ট দল। আর বুধবার সকালেই কানাডা থেকে লাহোর গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। এমনকি এদিন দলের প্রথম দিনের অনুশীলনেও ছিলেন সাকিব। গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট দলের অনুশীলন হয়েছে।

এখানেই আরও দুদিন অনুশীলন করে ১৭ আগস্ট প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে যাবেন নাজমুল হোসেন শান্তরা। সূূচি অনুসারে নির্ধারিত সময়ের আগেই পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে আগেভাগে দল পাঠানোর প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া হয়। সেই সঙ্গে অনুশীলনের সার্বিক সুযোগ-সুবিধা প্রদান ও নিরাপত্তা নিশ্চিতের কথাও জানানো হয়।

সেটিতেই সায় দিয়েছে বিসিবি। কারণ সফরকারী দল হিসেবে আগেভাগে গিয়ে মানিয়ে নেওয়ার সুযোগ যেমন আছে, তেমনি দেশের অস্থিতিশীল অবস্থায় ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যে অনুশীলন করাটাও কঠিন। তাই ৫ দিন আগেই পাকিস্তান রওনা হয়েছে বাংলাদেশ দল। লাহোরে পৌঁছে ফুলেল শুভেচ্ছাও পেয়েছে। বুধবার সকালেই দলের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব।

পাকিস্তানের বিপক্ষে ৫ টেস্ট খেলে সাকিব ৬৩.৫০ গড়ে ৫০৮ রান করেছেন এবং বল হাতে নিয়েছেন ৯ উইকেট। তবে আজ পর্যন্ত পাকিস্তানের মাটিতে কখনো টেস্ট খেলেননি সাকিব। এবারই প্রথম সেই সুযোগ পেতে যাচ্ছেন। কানাডায় গ্লোবাল টি২০ খেলেছেন এতদিন তিনি। গত দুই বছরে মাত্র ২ টেস্ট খেলেছেন এ বাঁহাতি অলরাউন্ডার। গত বছর এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট এবং চলতি বছর মার্চের শেষে চট্টগ্রাম টেস্ট খেলেছেন তিনি। ব্যাটিং-বোলিংয়ে গড়পড়তা পারফর্ম করেছেন। এর মধ্যে তিনি ওয়ানডে ও টি২০ ফরম্যাটেই বেশি খেলেছেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে। 
২০২২ সালে ৬ টেস্ট খেলা সাকিব গত বছর ও চলতি বছর একটি টেস্ট খেলার কারণে এই ফরম্যাটে হুট করে নেমে কেমন করবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এর মাঝে লঙ্গার ভার্সনে অন্য কোনো প্রতিযোগিতায়ও খেলেননি তিনি। এ ছাড়া বিভিন্ন ইনজুরির সঙ্গে চোখের সমস্যা তাকে ব্যাটিংয়ে বেশ ভোগান্তির মধ্যে ফেলেছে। পাকিস্তানের মাটিতে টেস্ট খেলারও অভিজ্ঞতা নেই তার। তা ছাড়া সবেমাত্র গ্লোবাল টি২০ আসর খেলেছেন তিনি কানাডায় ভিন্নরকম পরিবেশে।

সেখানেও ব্যাটে-বলে আহামরি কিছু করতে পারেননি। ৭ ম্যাচে ৭ উইকেট নিতে পারলেও দুই ম্যাচে ৩৬ ও ২৪ রান করেছেন এবং বাকি ৫ ইনিংসে দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। তারও আগেও টি২০ বিশ^কাপ খেলেই যুক্তরাষ্ট্রে মেজর লিগ টি২০ আসরে খেলেছেন। সেখানেও ব্যাটে-বলে ব্যর্থই ছিলেন সাকিব। একটানা ব্যর্থ থাকার পরও এবার দীর্ঘ পরিসরের টেস্ট খেলতে নামবেন। সেজন্যই হয়তো পর্যাপ্ত অনুশীলন করতে দ্রুতই চলে এসেছেন লাহোরে। এখানে ৩ দিন অনুশীলন করবে বাংলাদেশের টেস্ট দল। কিছুটা রানিং করেই নেটে ব্যাটিং করেছেন সাকিব। 
অনুশীলনে তাসকিন আহমেদও ছিলেন। মেহেদি হাসান মিরাজ, সাদমান ইসলাম অনিক, সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, নাহিদ রানা, নাঈম হাসান, হাসান মাহমুদরা প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহের অধীনে অনুশীলন করেছেন।

স্পিন পরামর্শক মুশতাক আহমেদও প্রথম দিনের অনুশীলন থেকেই কাজ শুরু করেছেন। অন্য কোচিং স্টাফরাও উপস্থিত ছিলেন। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম আজ যোগ হবেন দলের সঙ্গে। তিনি কানাডা থেকে মঙ্গলবার ফিরে বুধবার বিকেলে পাকিস্তানগামী  বিমানে উঠেছেন।

×