সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। কানাঘুষা চলছে, এর পেছনে রয়েছেন সাকিব আল হাসান। এবার বিষয়ে নিজের বক্তব্য পরিষ্কার করলেন সাকিব।
বেসরকারি এক টেলিভিশনে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রচার হওয়া এক সাক্ষাৎকারে নিজের মতো করে তামিম ইকবালের বিষয়ে নানা ধরণের মন্তব্য করেছেন সাকিব।
তামিমের আচরণকে বাচ্চাদের মতো উল্লেখ করে সাকিব বলেন, ‘যদি তিন-চারে খেলে, ব্যাটিংয়ে না নামে, খুব একটা কি সমস্যা হয়? এটা আসলে আমার কাছে মনে হয়, একদম বাচ্চা মানুষের মতো, আমার ব্যাট আমি খেলবো। আর কেউ খেলতে পারবে না। তার মানে আপনি নিজের নাম কামাবেন? টিমের চিন্তা করবেন না? যদি কেউ তাকে তিন-চারে খেলতে বলেও থাকে তাতে দোষের কিছু দেখছিনা আমি। এমন তো না যে তাকে প্রস্তাবই দেওয়া যাবে না।’
সাকিব বলেন, ‘বাংলাদেশ দলে ভালো খেলে বাদ পড়েছে এমন নজির নাই। মাহমুদুল্লাহ ভাই এরও খেলার কথা ছিল না। হঠাৎ করে তিনি বিশ্বকাপ দলে আসলেন। একটা সিরিজ খেললেন, কিন্তু সেখানে তিনি ভালো করতে পারেননি। তবে দার দ্বায়বদ্ধতা ছিল, দলের হয়ে খেলার ইচ্ছা ছিল।’
দলে সুযোগ পাওয়ার নানা উপায়ের বিষয়ে তিনি বলেন, দলে জায়গা পেতে অনেক প্রসেসের ভেতরে দিয়ে যেতে হয়। শুধু মাঠের পারফর্মেন্সই নায়, মাঠের বাইরের, ড্রেসিং রুমের, টিম মিটিং, এটমোসফেয়ারসহ অনেক কিছু মিলেয়ে আসলে টিমটা করতে হয়। কিন্তু, এসব বিষয়ে আগের মতো এখন আর আমি বেশি ইনভলভ হইনা।
সাকিব আল হাসান আরো বলেন, ‘যখন দেখলেন প্রস্তাব দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? হয়তো দলের ভালো হবে। অবশ্যই আলোচনা আছে যে না আমি পারব, আমি নিজের সেরাটা দেবো। তাহলে আপনি টিমম্যান। না হলে আপনি টিমম্যান না। নিজের রেকর্ড, সাফল্য, খ্যাতির জন্য খেলছেন’-সাকিবের সাফ কথা।
এম হাসান