ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

অপ্রাসঙ্গিক সার্চ রেজাল্টে বিরক্ত? গুগলের নতুন এআই ফিচার নিয়ে এলো যে সমাধান

প্রকাশিত: ০৯:৩৪, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ০৯:৪০, ২৬ জুলাই ২০২৫

অপ্রাসঙ্গিক সার্চ রেজাল্টে বিরক্ত? গুগলের নতুন এআই ফিচার নিয়ে এলো যে সমাধান

ছবি: প্রতীকী

অনলাইন তথ্য খোঁজার সময় সার্চ রেজাল্টে অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর ফলাফলে বিরক্ত হন অনেকেই। সেই সমস্যার সমাধানেই গুগল চালু করেছে একটি নতুন এক্সপেরিমেন্টাল ফিচার‘ওয়েব গাইড’। এআই প্রযুক্তি ব্যবহার করে এই ফিচার গুগল সার্চ রেজাল্টকে আরও গুছিয়ে এবং বিষয়ভিত্তিকভাবে উপস্থাপন করবে।

শুধু ‘সার্চ ল্যাবস’-এর অংশগ্রহণকারীদের জন্য

গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে শুধুমাত্র ‘সার্চ ল্যাবস’-এ অংশগ্রহণ করা ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। যারা এই এক্সপেরিমেন্টে আছেন, তারা সার্চ পেজে থাকা ‘Web’ ট্যাবে ক্লিক করেই ওয়েব গাইড ফিচারটি দেখতে পাবেন।

জেমিনি এআইয়ের বিশেষ ভার্সন ব্যবহার

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট জানিয়েছে, ওয়েব গাইড চালাতে ব্যবহৃত হচ্ছে জেমিনির একটি কাস্টমাইজড ভার্সন। এটি ব্যবহারকারীর সার্চ কুয়েরি এবং সাইট কনটেন্ট আরও ভালোভাবে বুঝে তথ্যকে বিভিন্ন বিভাগে ভাগ করে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, আপনি যদি একক ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে ওয়েব গাইড আপনাকে ঘুরে দেখার গাইড, অন্য পর্যটকদের অভিজ্ঞতা ও নিরাপত্তা পরামর্শ আলাদা বিভাগে সাজিয়ে দেবে।

থাকছে সারাংশ ও হেডিংসহ গ্রুপড রেজাল্ট

প্রতিটি বিভাগের শুরুর দিকে থাকবে সংক্ষিপ্ত সারাংশ ও হেডলাইন, তারপর বিভিন্ন লিংক একত্রে সাজানো থাকবে। চাইলে ব্যবহারকারীরা প্রতিটি বিভাগের আরও কনটেন্ট লোড করতে পারবেন। তবে কেউ চাইলে আবার আগের মতো ‘Standard Web’ অপশনে ফিরে গিয়ে পুরোনো ধাঁচে সার্চ রেজাল্ট দেখতে পারবেন।

অন্যান্য ট্যাবেও এআই-চালিত ফলাফল

শুধু Web ট্যাব নয়, গুগল জানিয়েছে ‘All’ ট্যাবসহ অন্যান্য সার্চ ট্যাবেও ধাপে ধাপে এআই দিয়ে সাজানো রেজাল্ট দেখানো শুরু হবে।

আরও উন্নত ‘AI Mode’ ফিচারও আসছে

এদিকে, গুগলের AI Mode নামের আরেকটি ফিচারও ধাপে ধাপে চালু হচ্ছে। এটি ব্যবহার করে জটিল, বহুপদী প্রশ্নের উত্তর আরও বর্ণনামূলক ও কথোপকথনের মতো করে পাওয়া সম্ভব। AI Mode ব্যবহার করে আপনি যেমন ভ্রমণ পরিকল্পনা করতে পারেন, তেমনি চাইলে কোটি কোটি পণ্যের মধ্যে কেনাকাটাও করতে পারবেন।

গুগল জানায়, এই AI Mode ব্যবহার করে তারা ‘query fan-out technique’ প্রয়োগ করেযেখানে আপনার একটি বড় প্রশ্নকে ছোট ছোট অংশে ভাগ করে আলাদা আলাদা সার্চ চালানো হয়।

বর্তমানে কোথায় চালু?

AI Mode ইতিমধ্যেই ভারতসহ কিছু দেশে চালু হয়েছে। ওয়েব গাইড ফিচার এখন শুধুমাত্র বিটা ব্যবহারকারীদের জন্য সীমিত থাকলেও শিগগিরই তা সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করা যাচ্ছে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাকিব

×