ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ভারতে পাচারকালে মহেশপুর সীমান্তে ৩১টি স্বর্ণের বার উদ্ধার

এম রায়হান, ঝিনাইদহ

প্রকাশিত: ১৯:০২, ২৬ জুলাই ২০২৫

ভারতে পাচারকালে মহেশপুর সীমান্তে ৩১টি স্বর্ণের বার উদ্ধার

ছবি: দৈনিক জনকন্ঠ।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩১টি স্বর্ণের বার (ওজন প্রায় সাড়ে ৪ কেজি) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয়।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে, কর্নেল রফিকুল আলম জানান, কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায়। 

তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সেসময় তাকে চ্যালেঞ্জ করলে সে তার সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া পোটলা উদ্ধার করে কুমিল্লাপাড়া বিওপিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পোটলাগুলো খুলে ৩১টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ৪ কেজি ২০৩.১১ গ্রাম। বিজিবির হিসাবে, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।

মিরাজ খান

×