ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

ইউটিউব বন্ধ করছে ট্রেন্ডিং পেজ! আপনার ফিডে এখন যা আসবে...

প্রকাশিত: ১৫:৩৮, ২৪ জুলাই ২০২৫

ইউটিউব বন্ধ করছে ট্রেন্ডিং পেজ! আপনার ফিডে এখন যা আসবে...

ছবি: সংগৃহীত

ইউটিউব ঘোষণা দিয়েছে, তারা দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ট্রেন্ডিং’ পেজ এবং ‘ট্রেন্ডিং নাও’ তালিকা বন্ধ করে দিচ্ছে। এর পরিবর্তে আসছে আরও উন্নত ও বিভাগভিত্তিক কনটেন্ট ডিসকভারি ফিচার—‘ইউটিউব চার্টস’।

একটি ব্লগ পোস্টে ইউটিউব জানায়, ব্যবহারকারীরা যেন আরও সহজে জনপ্রিয় কনটেন্ট খুঁজে পান, সেজন্য এই আপডেটটি আনা হচ্ছে। এখন থেকে একটি একক ট্রেন্ডিং তালিকার বদলে নির্দিষ্ট বিভাগ অনুযায়ী কনটেন্ট সাজিয়ে উপস্থাপন করা হবে।

“২০১৫ সালে যখন ট্রেন্ডিং ট্যাব চালু করা হয়েছিল, তখন এটি ভাইরাল ভিডিও প্রদর্শনের একটি সহজ ও কার্যকর উপায় ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কনটেন্ট ফরম্যাট ও ব্যবহারকারীর আগ্রহ বহুমুখী হয়ে উঠেছে। ফলে একক ট্রেন্ডিং তালিকার কার্যকারিতা কমে গেছে,”—ব্লগে জানায় ইউটিউব।

নতুন ‘ইউটিউব চার্টস’-এ এখন থেকে ট্রেন্ডিং মিউজিক ভিডিও, শীর্ষ শিল্পী এবং মুভি ট্রেইলারসহ বিভিন্ন বিভাগ থাকবে। ভবিষ্যতে আরও বিভাগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে ব্যবহারকারীরা আরও ব্যক্তিকৃত ও প্রাসঙ্গিক সুপারিশ পান।

ইউটিউব আরও জানায়, এই পরিবর্তনের অন্যতম কারণ ব্যবহারকারীদের আচরণে পরিবর্তন।

“বর্তমানে খুব কম ব্যবহারকারীই ট্রেন্ডিং ট্যাবে যান। বেশিরভাগ দর্শক তাদের পছন্দের কনটেন্ট হোমপেজ রিকমেন্ডেশন, সাবস্ক্রিপশন এবং সার্চের মাধ্যমে খুঁজে পান,”—উল্লেখ করে ইউটিউব।

কোন ভিডিওগুলো ট্রেন্ডিং হবে, তা নির্ধারণ করতে ইউটিউব বিভিন্ন টুল ও মেট্রিকস ব্যবহার করবে এবং চেষ্টা করবে এমন কনটেন্ট পরিবেশন করতে যা একই সঙ্গে জনপ্রিয় ও প্রাসঙ্গিক।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ‘ট্রেন্ডিং’ পেজের পরিবর্তে নতুন চার্টস সিস্টেম চালু হবে।

আবির

×