
অভিষেক বচ্চন ও করিশ্মা কাপুরের সম্পর্ক এবং বিচ্ছেদ এখন বলিউডের শিরোনামে এসেছে, বিশেষত করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর। ২০০২ সালে 'হা ম্যায়নে ভি পেয়ার কিয়া হ্যায়' ছবিতে একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্ক ছিল ভালো। তবে পরের বছরই তাদের বিচ্ছেদ ঘটে এবং শোনা যায়, তারা বাগদানও করেছিলেন।
বলিউডের প্রখ্যাত পরিচালক সুনীল দর্শন সম্প্রতি জানান, তাদের বিচ্ছেদ স্বেচ্ছায় হয়নি, বরং পরিবারের চাপের কারণে তারা আলাদা হয়েছেন। সুনীল বলেন, "করিশ্মার পরিবারের মধ্যে অনেক অশান্তি ছিল, তবে তার মা সব সময় তাদের পাশে দাঁড়িয়েছেন।" তিনি আরও জানান, করিশ্মা ও কারিনা মা-বাবার ভালোবাসা ও সহায়তায় বড় হয়েছেন।
অভিষেক ও করিশ্মার মধ্যে রসায়ন ছিল বলেও মন্তব্য করেন সুনীল দর্শন। তার মতে, ছবিতে যা দেখানো হয়েছে, বাস্তব জীবনেও তাদের মধ্যে এক ধরনের বন্ধন ছিল। তবে পারিবারিক সমস্যা ও অশান্তির কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। ২০০২ সালে অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনে এক অনুষ্ঠানে জয়া বচ্চন করিশ্মাকে তাঁর বাড়ির পুত্রবধূ হিসেবে ঘোষণা করেন। শোনা যাচ্ছে, দু'জনের বাগদান হয়েছিল। এই ঘটনার তিন মাস পর তাদের ব্রেকআপের খবর আসে। গুঞ্জন ছিল যে, ববিতা চাননি করিশ্মা কাপুর অভিষেক বচ্চনকে বিয়ে করুক। যার কারণে দুজনেই অনিচ্ছাকৃতভাবে তাদের সম্পর্ক ভেঙে দেন।
রাজু