
ছবিঃ সংগৃহীত
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এখনও মানসিক স্বাস্থ্য সমস্যার যথাযথ চিকিৎসা পাচ্ছেন না, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। এই বাস্তবতায় মানসিক স্বাস্থ্যসেবার প্রসারে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক সমাধান আনতে নতুন দুটি বড় উদ্যোগ ঘোষণা করেছে গুগল।
গুগল জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের চিকিৎসায় সহায়তা করা এবং সাধারণ মানুষকে প্রমাণভিত্তিক ও মানসম্মত সেবা সহজলভ্য করে তোলা।
প্রথম উদ্যোগ: এআই ব্যবহারের জন্য ফিল্ড গাইড
প্রথম উদ্যোগটি হলো একটি প্রায়োগিক ‘ফিল্ড গাইড’, যা মানসিক স্বাস্থ্য সংস্থাগুলোকে এআই ব্যবহার করে স্কেলযোগ্য ও প্রমাণভিত্তিক মানসিক স্বাস্থ্য হস্তক্ষেপ চালু করতে সাহায্য করবে।
এই গাইডটি তৈরি হয়েছে Grand Challenges Canada এবং McKinsey Health Institute-এর সহায়তায়। এতে রয়েছে এআই ব্যবহারের মৌলিক ধারণা, বাস্তব ব্যবহারক্ষেত্র এবং নৈতিকতার দিক বিবেচনাসহ চিকিৎসায় এটি কীভাবে clinician training উন্নত করতে, ব্যক্তিকেন্দ্রিক সাপোর্ট দিতে, কাজের ধারা সহজ করতে এবং তথ্য সংগ্রহে সাহায্য করতে পারে—তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় উদ্যোগ: গবেষণায় বিনিয়োগ
দ্বিতীয় উদ্যোগে, Google for Health ও Google DeepMind মিলে Wellcome Trust-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে একটি বহুবছর মেয়াদি গবেষণা প্রকল্পে, যেখানে মানসিক রোগ যেমন উদ্বেগ, বিষণ্ণতা ও মনোভারসাম্যহীনতা (psychosis)-এর চিকিৎসায় এআই কীভাবে ভূমিকা রাখতে পারে তা অনুসন্ধান করা হবে।
এই প্রকল্পে Wellcome Trust গবেষণার জন্য অর্থায়ন করছে এবং লক্ষ্য হলো মানসিক রোগের সূক্ষ্ম দিকগুলো পরিমাপে আরও সুনির্দিষ্ট, বস্তুগত ও ব্যক্তি-ভিত্তিক পদ্ধতি উদ্ভাবন এবং সম্ভাব্য নতুন ওষুধসহ নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা।
দুই দিকের সমন্বিত কৌশল
এই দুটি উদ্যোগ মানসিক স্বাস্থ্য চিকিৎসায় একটি দুইমুখী কৌশল প্রতিষ্ঠা করছে। তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতের উন্নত চিকিৎসা ব্যবস্থার ভিত্তি তৈরি করাই এর লক্ষ্য।
গুগল বলছে, "এই উদ্যোগের মাধ্যমে আমরা আশা করি, বিশ্বজুড়ে আরও মানুষ যেন প্রয়োজনীয় যত্ন ও সেবা পেতে পারে।"
সূত্রঃ https://blog.google/technology/health/new-mental-health-ai-tools-research-treatment/
ইমরান