
ছবি সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ ও সংবিধান প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কোনো ব্যক্তির দূর্বুদ্ধি বা হটকারিতায় নষ্ট হতে দেওয়া যাবে না।
গতরাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক সরকারকে উদ্দেশ করে বলেন, “কোনো উসকানিতে পথ হারানো যাবে না। অযৌক্তিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার ফাঁদেও পা দেওয়া যাবে না।” তিনি সরকারকে দ্রুত বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা দরকার। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই তাদের দলনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে হবে। অন্যথায় সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত সংকটের সৃষ্টি হতে পারে।
ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন সাইফুল হক। তিনি বলেন, বাংলাদেশ কোনোভাবেই এই উত্তেজনার অংশ হবে না। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রজ্ঞা ও দূরদর্শিতার মাধ্যমে বাংলাদেশকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করতে হবে।
দুই দিনব্যাপী সম্মেলনে পার্টির ৪২টি সাংগঠনিক জেলা থেকে ৩২৮ জন নির্বাচিত প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশগ্রহণ করেন। সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, পার্টির সংস্কার প্রস্তাব, আসন্ন নির্বাচন, সাংগঠনিক বিষয়াদি, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ এবং পার্টির আয়-ব্যয় রিপোর্ট পর্যালোচনা করা হয়। এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনাও গৃহীত হয়।
আশিক