ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

ঘরে বসে থাকার আর সময় নেই: নানক

প্রকাশিত: ২২:০৬, ৪ আগস্ট ২০২৪

ঘরে বসে থাকার আর সময় নেই: নানক

জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই।বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা মাঠে নেমে পড়েছে। তাই সাধারণ জনগণের জানমাল রক্ষায় আপনাদের মাঠে থাকতে হবে।

রবিবার (৪ আগস্ট) বিকেল পৌনে ৫টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি, জামায়াত-শিবির জঙ্গির উদ্দেশ্যে বলতে চাই, এই দেশমাতৃকাকে ভালোবেসে আমরা ধৈর্য্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছি। ধৈর্য্য, সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা এই জঙ্গিগোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি৷

সন্তানদের ঘরে রাখার আহ্বান জানিয়ে নানক বলেন, আপনারা আপনাদের সন্তানদের ঘরে রাখুন, আর যারা রাস্তায় অবস্থান নিয়েছেন তাদের ঘরে ফিরে যেতে অনুরোধ করছি। আমরা ছাত্রসমাজকে আবারও বলতে চাই বর্তমান সরকার ছাত্রসমাজের যে কোনো দাবির প্রতি সহনশীল। ছাত্রদের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী গণভবনের দরজা উন্মুক্ত রেখেছেন।
 

 

এম হাসান

×