ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সাকিবের ‘ভাইরাল চড়’ আজকের ঘটনা নয়!

প্রকাশিত: ২০:২৩, ৭ জানুয়ারি ২০২৪

সাকিবের ‘ভাইরাল চড়’ আজকের ঘটনা নয়!

সাকিবের ‘ভাইরাল চড়’

নেট দুনিয়ায় হঠাৎ শোরগোল পড়ে গেছে সাকিবের চড়কাণ্ড নিয়ে। আজ নির্বাচনের দিন দুপুরে ফেসবুকের মাধ্যমে এটি সবার সামনে আসে। গণমাধ্যমে খবর হয় আজই এই বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন সাকিব। যদিও ঘটনাটি আজকের নয়!

রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে দুপুরের দিকে সামনে আসে সাকিব আল হাসানের চড়কাণ্ডের একটি ভিডিও। যেখানে দেখা যায়, নেতাকর্মী ও ভক্তদের ভিড়ের মধ্যে আচমকা এক ভক্তকে চড় বসিয়ে দেন সাকিব। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনার ভিডিও।

গণমাধ্যমের সুবাদে এটি আরও বেশি করে ছড়িয়ে পড়ার পর শুরু হয় অন্য বিতর্ক। নতুন করে অনেকে দাবি করেন চড়কাণ্ডের এই ভিডিও আজকের নয়। এটি গত ২ জানুয়ারির ঘটনা। নির্বাচন উপলক্ষ্যে সাকিবের সঙ্গে থাকা সাংবাদিকরাও ভক্তদের এই দাবিকেই সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, আজ নির্বাচনের দিন ভোটগ্রহণ শুরুর পর থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটের মাঠে ছিলেন সাকিব। তার সঙ্গে সার্বক্ষণিক ছিলেন সাংবাদিকরা। তারা জানান, এমন কোনো ঘটনা আজকের দিনে ঘটেনি। 

সাকিবের সঙ্গে থাকা একাধিক সাংবাদিক নিশ্চিত করেছেন, চড়কাণ্ডের ঘটনাটি আজ রবিবারের বা নির্বাচনের ভোটগ্রহণের সময়ের নয়। তারা জানান, গত ২ জানুয়ারি ফরিদপুর থেকে মাগুরা ফেরার পথে এমন কাণ্ড ঘটান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক।

প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক নিশ্চিত করেছেন, সাকিবের নির্বাচনী এলাকাতেই ওই কাণ্ড ঘটেছিল। 

 

এবি

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার