ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

তরীকত ফেডারেশনের প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ২১:৪৬, ২৮ নভেম্বর ২০২৩

তরীকত ফেডারেশনের প্রার্থী ঘোষণা

বাংলাদেশ তরীকত ফেডারেশন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ তরীকত ফেডারেশন মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে ১২৩ আসনে প্রার্থী ঘোষণা করে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকী। তবে বেশকিছু প্রার্থী অপেক্ষমাণ তালিকায় রয়েছে বলে জানায় দলটি। 

মনোনীত প্রার্থীরা হলেন-

আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

 

এস

×