ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হেফাজত অরাজনৈতিক সংগঠন

প্রকাশিত: ১৮:৩৮, ২৬ জানুয়ারি ২০২৩; আপডেট: ২২:১১, ২৬ জানুয়ারি ২০২৩

হেফাজত অরাজনৈতিক সংগঠন

প্রতীকী ছবি।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারের কাছে মুচলেকা দিয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সংগঠনের মহাসচিবের সই করা এক প্রতিবাদলিপিতে এ দাবি করা হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, কিছু গণমাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, হেফাজত রাজনীতি না করার বিষয়ে সরকারকে প্রতিশ্রুতি দিয়েছে। আল্লামা শাহ আহমদ শফী হেফাজতকে প্রতিষ্ঠা করেছিলেন অরাজনৈতিক ও ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন হিসেবে।

হেফাজত কোনোকালেই নিজেদের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট করেনি, আগামীতেও করবে না। যেহেতু হেফাজত অরাজনৈতিক সংগঠন এবং অতীতেও রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, তাই নতুন করে কারও কাছে রাজনীতিতে জড়িত না হওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেয়ার প্রশ্নই অবান্তর। আমরা স্পষ্ট বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ কারও কাছেই কোনোরকম মুচলেকা দেয়নি, দেবেও না।

 

এমএম

×