ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির আন্দোলনকে দমানো যাবে না: মির্জা ফখরুল 

প্রকাশিত: ১৮:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০২২

বিএনপির আন্দোলনকে দমানো যাবে না: মির্জা ফখরুল 

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী ও একটি সন্ত্রাসী শক্তি। তারা অতীতেও একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। হামলা গ্রেফতার করে বিএনপির আন্দোলনকে দমানো যাবে না।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। 

সংবাদ সম্মেলন থেকে সারা দেশে বিএনপির সমাবেশে হামলার ঘটনার প্রতিবাদে আগামী রবিবার ঢাকা মহানগরসহ সব মহানগর ও জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। 

মির্জা ফখরুল বলেন, ‘বৃহস্পতিবার পল্লবী জোনে পুলিশের অনুমতি নিয়ে সমাবেশের জন্য যখন মঞ্চ তৈরি ও মাইক লাগানো হচ্ছিল, ঠিক তখনই আওয়ামী সন্ত্রাসীরা লাঠি নিয়ে মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে আক্রমণ করে। এ ঘটনায় বিএনপির প্রায় ৭৫ জন নেতাকর্মী আহত এবং আট জনকে গ্রেফতার করা হয়। এভাবে সন্ত্রাসী হামলা-আহত-হত্যা ও গ্রেফতার-মিথ্যা মামলা দিয়ে কখনওই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।’

তিনি বলেন, ‘আক্রমণকারীদেরকে প্রতিহত করার জন্য আমাদের নেতাকর্মীরা যখন দাঁড়িয়ে থাকে, তখন নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার জন্য পুলিশ তাদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও শেষে বন্দুক দিয়ে গুলিবর্ষণ করে। পুলিশের ভূমিকা হওয়া উচিত নিরপেক্ষ থাকা। কিন্তু পুলিশ পুরোপুরিভাবে এ হামলাকারীদের তথা আওয়ামী লীগের ও সন্ত্রাসীদের পক্ষ থেকে গণতন্ত্রকামী যে আন্দোলন তাকে নস্যাৎ করার জন্য কাজ করছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘পুরোপুরিভাবে উস্কানি দিয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করা, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করা, বিরোধী দলকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া এবং নির্বাচনী মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা এই কাজগুলো করছে। প্রতিদিন আওয়ামী লীগের নেতারা বলতে চান, বিএনপি এ সন্ত্রাসী হামলা করছে। অথচ পুরো সন্ত্রাসটা করছে আওয়ামী লীগ।’ 

এমএইচ

×