ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

ডাম্পিং স্টেশনের পাশে সোনামণিদের কবর! এলাকাবাসীর ক্ষোভ ও দাবি: শ্রদ্ধার জায়গায় যেন অবহেলা না হয়

এলেন বিশ্বাস, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা 

প্রকাশিত: ০১:১১, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ০১:১২, ২৫ জুলাই ২০২৫

ডাম্পিং স্টেশনের পাশে সোনামণিদের কবর! এলাকাবাসীর ক্ষোভ ও দাবি: শ্রদ্ধার জায়গায় যেন অবহেলা না হয়

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো নিষ্পাপ শিশুশহীদদের দাফন করা হচ্ছে উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি কর্পোরেশনের কবরস্থানে। কিন্তু সেই কবরস্থানের এক প্রান্ত ঘেঁষেই রয়েছে সিটি কর্পোরেশনের একটি ডাম্পিং স্টেশন—যা এলাকাবাসীর ভাষায়, এক টুকরো জাহান্নাম।

ডাম্পিং স্টেশনটি মূলত নির্ধারিত আবর্জনা ফেলার স্থান হলেও, সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনায় তা পরিণত হয়েছে দুর্গন্ধময় এক ভাগাড়ে। পচা-গলা আবর্জনার অসহনীয় গন্ধ ও দৃশ্যের পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন সোনামনিরা—যারা হয়তো জানতেও পারেনি কেন এত অল্প বয়সে চলে যেতে হলো তাদের।

এলাকাবাসীর দাবি, এমন একটি দুর্গন্ধযুক্ত, অশ্রদ্ধাজনক পরিবেশে এসব শহীদ শিশুর দাফন কোনোভাবেই মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কবরস্থানের পবিত্রতা রক্ষা ও  শিশুদের আত্মার প্রতি সম্মান জানিয়ে ডাম্পিং স্টেশনটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের ফুটফুটে সোনামনিরা অকালে ঝরে গেল, এটা পুরো জাতির জন্য কষ্টের। এখন যদি তাদেরও আমরা সম্মানের সাথে দাফন করতে না পারি, তাহলে সেটা শুধু অবহেলা নয় অপরাধ।


একাধিক অভিভাবক ও এলাকাবাসী ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। একইসাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করে একটি লিখিত আবেদনও দাখিলের প্রস্তুতি চলছে।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেকেই লিখেছেন তাদের কবরের পাশে দুর্গন্ধ ছড়ানো এক ভাগাড়, আমাদের ব্যর্থতা আর অসচেতনতার প্রতিচ্ছবি।


জাতি হিসেবে আমরা যদি এই শহীদ শিশুদের প্রতি যথাযথ সম্মান জানাতে না পারি, তবে সেই ক্ষতি কোনোদিন পূরণ হওয়ার নয়। অবিলম্বে ডাম্পিং স্টেশনটি সরিয়ে কবরস্থানের পবিত্রতা বজায় রাখা এখন শুধু প্রশাসনের দায়িত্ব নয়—একটি মানবিক দায়িত্ব।

Mily

×