
ছবি: সংগৃহীত
রাজধানীর ৩০০ ফিট সড়কে সম্প্রতি ঘটে গেল এক রোমাঞ্চকর ও ভয়াবহ দৃশ্য, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও ফুটেজে দেখা যায়, এক পুলিশ সদস্যকে নিয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যাচ্ছে একটি ব্যাটারিচালিত অটোরিকশা। পেছন থেকে ধাওয়া করছে কয়েকটি মোটরসাইকেল। রীতিমতো সিনেমার অ্যাকশন দৃশ্যকেও হার মানানো এই ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার শুরুতে এক পুলিশ সদস্য অটোরিকশাটি উল্টো পথে আসতে দেখে তাকে থামানোর সংকেত দেন। একই সময়ে এক ব্যক্তি এসে জানান, ওই অটোরিকশা চালক তার প্রাইভেট কারে ধাক্কা দিয়েছেন। একজন পুলিশ সদস্য (কনস্টেবল) ওই অটোরিকশায় উঠে চালককে থামাতে গেলে চালক হঠাৎ গতি বাড়িয়ে দেন, সঙ্গে করে নিয়ে যান পুলিশ সদস্যকে। ফলে বিপদ বুঝে আর দেরি না করে শুরু হয় চরম ধাওয়া।
ভিডিও ফুটেজে দেখা যায়, দ্রুত গতিতে মোটরসাইকেলে ওই অটোরিকশাটিকে ধাওয়া করছেন আরেক পুলিশ সদস্য। সাধারণ মানুষও যোগ দেন এই অভিযানে। একপর্যায়ে অটোরিকশাটি যে প্রাইভেট কারে ধাক্কা দিয়েছিল, সেই প্রাইভেট কারের চালক রাস্তার পাশে গাড়ি ঘেঁষিয়ে অটোরিকশা চালককে আটকাতে সাহায্য করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোটরসাইকেল নিয়ে অটোরিকশাটিকে ধাওয়া করা পুলিশ সদস্য। তিনি জানান, ‘আমি আর একজন কনস্টেবল দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ দেখি উল্টো দিক থেকে একটি ইজিবাইক খুব রাফ স্পিডে আসছে। তাকে সংকেত দিলে সে থামে না, বরং কনস্টেবলকে বেপরোয়া গতিতে টান দেয়। এরপর আমি ও প্রাইভেট কার চালক একসঙ্গে তাকে ধাওয়া করি। আরও অনেকে অটোরিকশাটিকে থামানোর চেষ্টা করেছে। ৩০০ ফিট এলাকায় গিয়ে তাকে আটকাতে সক্ষম হই।”
ঘটনার সময় উত্তেজিত জনতা চালককে মারধরের চেষ্টা করে। তবে পুলিশ সদস্য জানান, “লোকজন এক্সাইটেড ছিল ঠিকই, কিন্তু আমি তাকে হেফাজতে নিই এবং মারধর করতে দেইনি। পরে খিলক্ষেত থানা থেকে এখন সাব-ইন্সপেক্টর আসেন, ওনার কাছে অটোরিকশা চালককে সোপর্দ করি।”
সূত্র: https://www.youtube.com/watch?v=R71cqSvHTmo
রাকিব