
ছবি: সংগৃহীত
ডিজিটাল বাংলাদেশে নাগরিক সেবায় নতুন মাইলফলক – ই-পাসপোর্টের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ, স্বচ্ছ ও সময় সাশ্রয়ী করা হয়েছে। আবেদনকারীদের সুবিধার্থে পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এখন আর ছবি লাগানো বা কাগজপত্র সত্যায়নের ঝামেলা নেই। ঘরে বসেই অনলাইনে আবেদন করে আপনি পেতে পারেন নতুন ই-পাসপোর্ট।
আবেদন করতে যেসব কাগজপত্র প্রয়োজন:
📌 ১৮ বছরের কম বয়সী:
জন্মনিবন্ধন সনদ (BRC, ইংরেজি ভার্সন)
পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID)
📌 ১৮-২০ বছর বয়সী:
NID অথবা জন্মনিবন্ধন সনদ
📌 ২০ বছরের ঊর্ধ্বে:
কেবল NID
📌 যদি আগের পাসপোর্ট থাকে:
পুরোনো পাসপোর্টের মূল কপি ও ফটোকপি
📌 ফি জমা দেওয়ার রশিদ
📌 ঠিকানা বা পেশা প্রমাণপত্র (যেমন ইউটিলিটি বিল, চাকরির আইডি ইত্যাদি)
📌 সরকারি চাকরিজীবী হলে: GO/NOC/প্রত্যয়নপত্র
📌 বিবাহিত হলে: বিবাহ সনদ বা নিকাহনামা
📌 তথ্য সংশোধনের ক্ষেত্রে: শিক্ষাগত সনদ বা উপযুক্ত প্রমাণপত্র
অনলাইনে আবেদন করবেন যেভাবে:
ভিজিট করুন: www.epassport.gov.bd
"Apply for New e-Passport" অপশনে ক্লিক করুন
আবেদন ফরম পূরণ করুন
সময় ও তারিখ ঠিক করে আসন্ন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন
নির্ধারিত দিন ও সময় অনুযায়ী পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক, ছবি ও সাক্ষর দিন
নির্ধারিত সময় পরে পাসপোর্ট সংগ্রহ করুন
সময় ও ফি (ঢাকা ও ঢাকার বাইরে ভিন্ন হতে পারে):
সাধারণ ডেলিভারি (48 পৃষ্ঠা, ১০ বছর মেয়াদ): প্রায় ৫৭৫০ টাকা
দ্রুত ডেলিভারি: ~৮০৫০ টাকা
অতি দ্রুত: ~৯৭৫০ টাকা
গুরুত্বপূর্ণ টিপস:
🔸 অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না
🔸 সব তথ্য অবশ্যই ইংরেজিতে লিখতে হবে
🔸 নির্ধারিত তারিখে উপস্থিত না হলে অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যেতে পারে
ছবি, সত্যায়ন, লম্বা লাইন- সবকিছুর অবসান ঘটিয়ে ই-পাসপোর্ট সেবা এখন আরও জনবান্ধব। প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট প্রস্তুত থাকলে, ঘরে বসেই শুরু করুন আবেদন এবং সহজেই পেয়ে যান আপনার নতুন ই-পাসপোর্ট।
আঁখি