ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৭ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অন্তর্বর্তী সরকারকে নিয়ে নিজের অবস্থান জানালেন সেনাপ্রধান

প্রকাশিত: ১১:৫৩, ২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:৪৬, ৩ জানুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারকে নিয়ে নিজের অবস্থান জানালেন সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনাবাহিনী পুরোপুরি সরকারের পাশে রয়েছে এবং যে কোনো উপায়ে প্রধান উপদেষ্টার সহযোগিতায় তারা প্রস্তুত থাকবে। তিনি আরও বলেন, “দেশ ও জাতির স্বার্থে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমাদের সৈন্যদের সাময়িক অসুবিধা হলেও, সরকারকে সহযোগিতা করে যাব।”

বুধবার দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি এবং সংস্কারের প্রসঙ্গে জেনারেল ওয়াকার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, রাজনীতিবিদরা সাধারণত এমন সংকটময় সময়ে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন। “আমি আশাবাদী, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো রাজনীতিবিদ রয়েছেন,” বলেন তিনি।

এছাড়া, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, "আমরা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করেছি। তবে, এটা একটি সামগ্রিক বিষয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের, প্রশাসনের, সরকারের এবং জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।"

জেনারেল ওয়াকার আরও বলেন, "এটা আমাদের শেষ সুযোগ নয়, এটা একটি সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে, যা সবার জন্য মঙ্গলজনক হবে।" তিনি বলেন, শক্তিশালী বিরোধী দল থাকা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ, কারণ বিরোধী দল সরকারকে ভুল ধরিয়ে দেওয়ার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে পারে।

নাহিদা

আরো পড়ুন  

×