ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবিক খিদে নিয়ে

কবতিা

ফারুক মাহমুদ

প্রকাশিত: ০১:৪৪, ২০ জানুয়ারি ২০২৩

কবতিা

-

মানুষ নিজের স্বার্থে তৈরি করে ঘৃণাবৃত্ত অশান্তির সিঁড়ি...
লজ্জা আর করুণায় ভিজে-পুড়ে পেতে চায় প্রাপ্তির ঘ্রাণ
ও পথে ক্লান্তির বেড়ি, কৃপাবর্জ্য, প্রতারণা- কোনো মুখে ফিরি!

অশ্রুপাতে পাপলুপ্তি, করজোড়ে মিলে যাবে
শান্তিসমাধান?
দুয়ার বাঁধতে নেই অনুশোচনার ঘরে। এসো চলাচল
তোমার অপেক্ষা ভাবি। ঘোড়া নয়, দ- পেল শূন্য আস্তাবল

মানুষ নিজের স্বার্থে পাখি হয়ে ঢুকে যায় জটিল খাঁচায়
খুদকুঁড়ো খুঁটে খায়। উড়ালে আনন্দ ছিল- ভুলেছে সকল
প্রভুর শেখানো বুলি- ‘নমো বিত্ত, নমো প্রাপ্তি’ নিজেকে নাচায়

মানুষ নিজের স্বার্থে দম্ভঅস্ত্র তৈরি করে, ডোবে এঁদো পাঁকে
মুঠো-মুখে দুঃখছাই, মানবিক খিদে নিয়ে কেউ সুখে থাকে!?


** নস্টালজিয়া : ১৯৭৯

আইউব সৈয়দ 

যেহেতু স্বভাবধর্ম ভ্রমণ স্নাত, সেহেতু করেনি 
রূপসার ঢেউভরা অবিচ্ছিন্ন কোন নিবেদন। 
জটিল ছিল না স্মৃতি ; মাঝ দুপুরের ছন্দগুলো
ঝকমকে হয়ে উঠেছিল পথে। নিজস্ব বিভোরে
সৌহার্দ্যমাখা স্কুলে সচল খুলনার ভোরও। 
সুস্বাস্থ্য পাখির বেড়া- ডিঙানোর কুহু কলরব 
 যেন ধারাভাষ্যে ভিন্নতা ঠাসার শর্তহীন স্বর-
ফিরে আসছিল আহা সত্যের স্বপ্নলোক শৈশবে। 

একাকিত্বের আশ্রয়ে নেই- সমুদয় দীর্ঘশ্বাস, 
সকল শ্রাবণধারা সেও বুঝি ভাবনাতে রাঙা। 
আঁখির পল্লব ঘিরে আবেগ বিছিয়ে দিয়ে মুক্ত 
করে মোহাবিষ্ট চাওয়া-পাওয়া; প্রিয় জহির 
অতীত বিধূর তারই অতিমুগ্ধের বাণ ছুঁড়ে-
চেতনা- চৈতন্যের দুপাশে উনাশি সাজে যে ঘুরে। 


** এরকম গোপন দৃশ্য

ফারহানা ইলিয়াস তুলি

লেখার টেবিলে ছড়িয়ে আছে চাদর মোড়ানো চাঁদ, 
একটি মোমবাতি জ্বলছে,
একটি জোনাকী তাকে দিচ্ছে ছায়া-
আর কিছু গোপন দৃশ্য ভেদ করে, বাড়ছে রাত।

রাতের আঁধার মানুষের ধ্যানশক্তি বাড়িয়ে দেয়,
যারা তাপস,
তারা বর্ষা কিংবা বসন্তের ধার না ধেরে
একান্তেই সাজায় আগামীর স্বপ্নসাজ,
প্রজন্ম সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যায়।
পড়ার গ্রন্থগুলোতে ডুবে যাচ্ছে হস্তরেখার সম্ভ্রান্ত
ভালোবাসা। যারা ভালোবাসতে জানে,
শুধু তারাই গোপনে মুছিয়ে দিচ্ছে পাতাদের অশ্রু।

×