১৩ জুন, ইরানের স্থানীয় সময় ভোররাত—একটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে তেহরান। মুহূর্তেই স্পষ্ট হয়ে যায়, এটি কোনো দুর্ঘটনা নয়—বরং পরিকল্পিত হামলা। ইরানের পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন একের পর এক। একইসঙ্গে হামলা হয় নাতান্স, ইসফাহানসহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়। হামলার নাম—অপারেশন রাইজিং লায়ন, এবং এই হামলার পেছনে যে ইসরাইল রয়েছে, তা বুঝতে ইরানের বেশি সময় লাগেনি।