ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ, রাশিয়ার কাছ থেকে কী পরিমাণ তেল কেনে ভারত?  

প্রকাশিত: ০৯:০৬, ৭ আগস্ট ২০২৫; আপডেট: ০৯:০৭, ৭ আগস্ট ২০২৫

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ, রাশিয়ার কাছ থেকে কী পরিমাণ তেল কেনে ভারত?  

ছবি: সংগৃহীত

সম্প্রতি  ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি। তবে রাশিয়া থেকে তেল কেনার কারণে আরও শুল্ক বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

এরই ধারাবাহিকতায় বুধবার (৬ আগস্ট) ‘শাস্তি হিসেবে’ ভারতীয় পণ্যের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এতে ভারত থেকে আমদানি পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়াল ৫০ শতাংশে।

 ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ভারতের সঙ্গে তারা বাণিজ্য করতে পারছেন না। কারণ, ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল ছাড়ে কিনছে এবং সেই তেলের একটি বড় অংশ আবার বিশ্ববাজারে বিক্রি করে মুনাফাও অর্জন করছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এপ্রিল ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত ভারত রাশিয়া থেকে প্রায় ৩৮ বিলিয়ন পাউন্ড মূল্যের তেল আমদানি করেছে। এই মূল্য ভারতীয় রুপিতে ৪ লাখ কোটির বেশি সমমূল্যের, টাকায় যার পরিমাণ ৫ লাখ ৩২ হাজার কোটিরও বেশি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাশিয়া থেকে প্রতিদিন গড়ে ১৭ লাখ ৫০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে ভারত।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশও। আর তাদের মোট চাহিদার ৩৫ শতাংশই পূরণ হয় রাশিয়ার তেল দিয়ে। ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধের পর ইউরোপ রুশ জ্বালানি বর্জন করলে সেই সুযোগে রাশিয়ার তেলের বড় আমদানিকারকে পরিণত হয় নয়াদিল্লি। প্রথম বছরেই দেশটি দিনে প্রায় ২০ লাখ ব্যারেল তেল আমদানি করে, যা বৈশ্বিক সরবরাহের ২ শতাংশের কাছাকাছি। 

২০২৩ সালে ভারতের রুশ তেল আমদানি দ্বিগুণ হয়ে যায়। পাশাপাশি তারা ইউরোপে পরিশোধিত তেলের রপ্তানিও রেকর্ড পরিমাণে বাড়িয়েছে। বর্তমানে ভারতের রুশ তেল আমদানি বেড়ে গড়ে প্রতিদিন ২১ লাখ ৫০ হাজার ব্যারেল ছুঁয়েছে। আর চলতি বছরের মার্চ পর্যন্ত অর্থবছরে রাশিয়াসহ অন্যান্য দেশ থেকে ভারত গড়ে প্রতিদিন মোট ৪৮ লাখ ৮০ হাজার ব্যারেল তেল কিনেছে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। এর মধ্যে ভারতে বর্তমানে রুশ তেলের অংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ শতাংশে।

 

 

তাসমিম

×