ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

ফ্রান্সে ভয়াবহ দাবানল, ৮০ বছরে সবচেয়ে বড় ক্ষতি

প্রকাশিত: ১৩:১৬, ৭ আগস্ট ২০২৫; আপডেট: ১৩:১৭, ৭ আগস্ট ২০২৫

ফ্রান্সে ভয়াবহ দাবানল, ৮০ বছরে সবচেয়ে বড় ক্ষতি

ছবি: সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে ভয়াবহ দাবানলে দেশটি ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে। দাবানল ছড়িয়ে পড়েছে প্যারিসের চেয়েও বড় এলাকাজুড়ে। এতে এখন পর্যন্ত একজন নিহত ও অন্তত ২৫টি বসতবাড়ি ধ্বংস হয়েছে।

রয়টার্স জানায়, পারপিনিয়াঁ শহরের কাছে সাঁ লরঁ দ্য লা ক্যাবরিস গ্রামে একজনের মৃত্যু হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে অনেক বাসিন্দা ও পর্যটক নিরাপদ স্থানে পালিয়ে গেছেন, বন্ধ হয়েছে বেশ কিছু সড়ক।

ফ্রান্সের প্রধানমন্ত্রী একে “নজিরবিহীন দুর্যোগ” বলে উল্লেখ করেছেন। ১৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে, যা গত কয়েক বছরের মোট ক্ষতির সমান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৯৪৯ সালের পর এত বড় দাবানল আর হয়নি।

দুই হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। প্রায় ২,৫০০ পরিবার বিদ্যুৎহীন। আগুন ঘণ্টায় ৫.৫ কিমি বেগে ছড়াচ্ছে। প্রচণ্ড গরম ও বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মের দাবানল এখন বসন্ত ও শরৎকালেও দেখা দিচ্ছে, ছড়িয়ে পড়ছে ফ্রান্সের উত্তর ও মধ্যাঞ্চলেও।

এছাড়া, স্পেনের তারিফা অঞ্চলেও দাবানল ছড়িয়েছে একটি ক্যারাভানে আগুন লাগার পর। পর্তুগালেও এ বছর ইতোমধ্যে ৪২ হাজার হেক্টর এলাকা পুড়েছে, যা গত বছরের তুলনায় আট গুণ বেশি। এর অর্ধেকই পুড়েছে গত দুই সপ্তাহে।

আসিফ

×