
ছবি: প্রতীকী
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি একের পর এক পারমাণবিক হামলার হুমকি দিয়ে আসছে রাশিয়া। এমন প্রেক্ষাপটে পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এবার সেই হুমকিকে আমলে নিয়ে গোপনে পারমাণবিক অস্ত্র সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্রগুলো সরানো হয়েছে ন্যাটোভুক্ত একটি দেশে। বিষয়টি সামনে আসতেই তৈরি হয়েছে আন্তর্জাতিক উত্তেজনা।
লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়াদিন টিভি তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্র স্থানান্তর করেছে যুক্তরাজ্যের সাফক কাউন্টির আরএএফ ল্যাকেনহিথ বিমানঘাঁটিতে। ওই প্রতিবেদনে বলা হয়, গত ১৭ জুলাই মার্কিন বিমান বাহিনীর একটি C-17 গ্লোব মাস্টার পরিবহন বিমান সেখানে অবতরণ করে। এতে করে অন্তত ২০টি B61-12 মডেলের পারমাণবিক বোমা আনা হয়, যা হিরোশিমায় ব্যবহৃত বোমার তুলনায় প্রায় তিন গুণ বেশি শক্তিশালী।
পারমাণবিক অস্ত্র পরিবহনের এই অপারেশন নজরদারি করেছে যুক্তরাজ্যের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা Nuke Watch UK। সংস্থাটি জানিয়েছে, বিমানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লুইস ম্যাকচর্ড বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে, এরপর নিউ মেক্সিকোর কির্টল্যান্ড বিমানঘাঁটিতে সংক্ষিপ্ত যাত্রা করে। কির্টল্যান্ড হলো মার্কিন পারমাণবিক অস্ত্রের অন্যতম বড় সংরক্ষণাগার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিমানটি রাতের অন্ধকারে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে। যাত্রাপথে KC-46 ট্যাংকার বিমানের সহায়তায় জ্বালানি গ্রহণ করে এবং বিকল্প বিমানের সহায়তায় নিরাপদে পৌঁছায় ল্যাকেনহিথ ঘাঁটিতে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিমানে পারমাণবিক জরুরি সুরক্ষা সরঞ্জাম বহন করা হয়েছিল।
বিমান অবতরণের পর, বোমাগুলো সরাসরি ‘ভিক্টর র্যাম্প’ নামে পরিচিত একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন ঝুঁকিপূর্ণ পণ্য হ্যান্ডলিং জোনে রাখা হয়। বিমানঘাঁটির চারপাশ ঘিরে ফেলা হয় মার্কিন সেনাবাহিনী, গোপন এজেন্ট এবং ফায়ার টিম দিয়ে। পরে বিশেষায়িত যন্ত্রের মাধ্যমে অস্ত্রগুলো স্থানান্তর করে একটি সুরক্ষিত শেল্টারে নেওয়া হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই অস্ত্রগুলো যুক্তরাজ্যে থাকলেও এগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন প্রেসিডেন্টের হাতে। Nuke Watch UK জানিয়েছে, এগুলোর ব্যবহারে ব্রিটেনের সম্মতি বাধ্যতামূলক নয়।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার হুমকি এবং ইউরোপে নিরাপত্তার জটিলতা মাথায় রেখেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। তবে এতোটা গোপনে এবং বৃহৎ পরিসরে পারমাণবিক অস্ত্র স্থানান্তরের ঘটনা ভবিষ্যৎ ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=DJeStIdhgaE
রাকিব