ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ভয়াবহ বন্যা

নেপাল-চীন সীমান্তে মৃত ৮, নিখোঁজ অন্তত ৩১

প্রকাশিত: ১২:৫০, ৯ জুলাই ২০২৫

নেপাল-চীন সীমান্তে মৃত ৮, নিখোঁজ অন্তত ৩১

টানা প্রবল বৃষ্টিপাতের কারণে হিমালয়ের পাহাড়ি উপত্যকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চীন ও নেপালের সীমান্ত এলাকায়। মঙ্গলবার ঘটে যাওয়া এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন ৩১ জন। এ তথ্য জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম।

বন্যার জেরে ভয়ংকর জলপ্রবাহে ভেসে গেছে ভোটেকোশি নদীর ওপর চীন ও নেপালকে সংযুক্তকারী প্রধান সেতুগুলোর একটি।

প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে দক্ষিণ এশিয়াজুড়ে বন্যা ও ভূমিধস সাধারণ ঘটনা হলেও, বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্যোগ দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১৪ জন নেপালি ও ৬ জন চীনা নাগরিক। পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে এএফপিকে বলেন, “আমাদের প্রধান লক্ষ্য উদ্ধার ও তল্লাশি কার্যক্রম। এখন পর্যন্ত ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।”

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার ভোরে সীমান্ত এলাকায় “ভূমিধসজনিত দুর্যোগ” ঘটে। এতে চীনের অংশে আরও ১১ জন নিখোঁজ হন।

সিসিটিভি আরও জানায়, নেপালের ভূখণ্ডে থাকা ৬ জন চীনা নির্মাণ শ্রমিকও বন্যার পানিতে ভেসে গেছেন।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা গত বছর সতর্ক করেছিল, ক্রমবর্ধমান বন্যা ও খরা আসন্ন ভবিষ্যতের ভয়াবহ সংকেত— জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর পানিচক্র হয়ে উঠছে আরও অনিশ্চিত ও বিপজ্জনক।

কাঠমাণ্ডুভিত্তিক সংস্থা আইসিমোড (আন্তর্জাতিক পার্বত্য উন্নয়ন কেন্দ্র) গত জুন মাসেই সতর্ক করে বলেছিল, এ বছরের বর্ষায় পার্বত্য অঞ্চলের মানুষেরা চরম বিপর্যয়ের মুখোমুখি হতে পারেন।

সংস্থাটি বলেছে, “বাড়তে থাকা তাপমাত্রা এবং অতিরিক্ত বৃষ্টিপাতের প্রবণতা পানিনির্ভর দুর্যোগ যেমন বন্যা, ভূমিধস ও পাথর-মাটি ঢলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।”

সানজানা

×