ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ক্ষেপেছেন ট্রাম্প: এবার ব্রিকস সদস্যদের ওপর বসাবেন ১০ শতাংশ শুল্ক!

প্রকাশিত: ১২:০২, ৯ জুলাই ২০২৫

ক্ষেপেছেন ট্রাম্প: এবার ব্রিকস সদস্যদের ওপর বসাবেন ১০ শতাংশ শুল্ক!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস জোটের সদস্য দেশগুলোর ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প অভিযোগ করেন, ব্রিকস জোট গঠনের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থায় ডলারের আধিপত্য কমানো এবং মার্কিন অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা। তাই ভারত ও ব্রাজিলসহ সব সদস্য দেশের পণ্যের ওপর ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। তিনি বলেন, “যারা আমাদের মুদ্রাকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

ট্রাম্প আরও জানান, শুল্ক আরোপের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ব্রিকস জোট মূলত আমাদের বিরুদ্ধে একটি অর্থনৈতিক জোট। এরা বেশিদিন টিকবে না।” তার দাবি, এই জোট ইতোমধ্যে ভেঙে পড়েছে এবং কিছু দেশ কেবল ‘নামমাত্র সদস্য’ হিসেবে টিকে আছে। তবে ট্রাম্প মনে করেন, ব্রিকস যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো হুমকি নয়।

এদিন ট্রাম্প আরও ঘোষণা দেন, আমদানিকৃত কপার বা তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা বিদ্যুৎ, সামরিক সরঞ্জাম ও ইলেকট্রিক গাড়ি তৈরিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপকরণ। এই ঘোষণার পর নিউইয়র্ক মার্কেটে কপারের দাম ১০ শতাংশের বেশি বেড়ে যায়। এছাড়া তিনি জানান, সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির ওপরও উচ্চ হারে শুল্ক বসানোর পরিকল্পনা রয়েছে, যেখানে ওষুধ খাতে শুল্ক সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে কোম্পানিগুলোকে প্রস্তুতির জন্য এক বছর সময় দেওয়া হবে। ট্রাম্প বলেন, ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ৩০ হাজার কোটি ডলার শুল্ক আদায় করবে, যেখানে চলতি বছরেই আদায় হয়েছে ১০ হাজার কোটি ডলার।

 

শিহাব

×