
কেনিয়ায় রাস্তায় শুয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ দেখছে এক বিক্ষোভকারী
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে ১১ বিক্ষোভকারী নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন ৫২ পুলিশ সদস্য। মঙ্গলবার স্বাধীন গণতন্ত্র আন্দোলনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে বিক্ষোভে নামে দেশটির জনগণ। তবে এটি দ্রুতই রূপ নেয় প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের আন্দোলনে। খবর ইয়াহু নিউজের। রাজধানী নাইরোবিতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান ও গুলি ছোড়ে পুলিশ। এ সময় গুলিবিদ্ধ আহতদের হাসপতালের নিয়ে যাওয়া হয়। শহরের প্রধান সড়কগুলো অবরোধ করতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শহরের কেন্দ্রে যাওয়ার প্রধান সড়কগুলোতে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল। তবে পুলিশের বাধা পেরিয়ে বিক্ষোভকারীরা রাজধানীতে পৌঁছানোর চেষ্টা করছে। এ সময় সেখানে সংঘর্ষের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বহু মানুষের মৃত্যু হয় এবং হাজারো ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, আন্দোলনকে বিতর্কিত ও দুর্বল করে দেখাতে সরকার অর্থ দিয়ে, সশস্ত্র বাহিনী দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। যদিও সরকার এই বিক্ষোভকে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের চেষ্টা বলে আখ্যা দিয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকমেন বলেন, জনগণের জানমাল রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
প্যানেল মজি