
উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। খবরটি প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, সোমবার রাতে বেইত হানুনে স্থল অভিযানের সময় এই বিস্ফোরণ ঘটে। সৈন্যরা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন, তখনই রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। হতাহতদের উদ্ধারের সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে।
আইডিএফ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের পরিচয় প্রকাশ করা হয়েছে— স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)। তারা উভয়েই জেরুজালেমের বাসিন্দা এবং কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। বাকি নিহতদের পরিচয় পরে জানানো হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার জবাবে ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান আরও জোরদার করতে পারে। ইতোমধ্যে গত ২৪ ঘণ্টায় গাজায় ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
অন্যদিকে, হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ট্রাম্প বলেন, গাজায় সেনা হতাহতের ঘটনা সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা বাধাগ্রস্ত হবে না।
সানজানা