ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা থেকে বাদ বিল গেটস, জায়গা নিলেন মাইক্রোসফটের সাবেক সিইও

প্রকাশিত: ০০:৫৮, ৮ জুলাই ২০২৫; আপডেট: ০০:৫৯, ৮ জুলাই ২০২৫

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা থেকে বাদ বিল গেটস, জায়গা নিলেন মাইক্রোসফটের সাবেক সিইও

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা থেকে বাদ পড়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স-এর সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, তার সম্পদের পরিমাণ এক সপ্তাহে প্রায় ৫২ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ১২৪ বিলিয়ন ডলারে, যা আগের তুলনায় প্রায় ৩০ শতাংশ হ্রাস। ফলে তিনি পঞ্চম স্থান থেকে নেমে গিয়ে বর্তমানে দ্বাদশ স্থানে অবস্থান করছেন।

অন্যদিকে, মাইক্রোসফটের সাবেক সিইও এবং বিল গেটসের এক সময়ের সহকারী স্টিভ বলমার এখন তার চেয়ে বেশি সম্পদের মালিক। বর্তমানে বলমারের মোট সম্পদের পরিমাণ ১৭২ বিলিয়ন ডলার, যা তাকে তালিকার পঞ্চম স্থানে উন্নীত করেছে।

ব্লুমবার্গ জানায়, বিল গেটসের বিশাল পরিমাণ দান এবং ফাউন্ডেশনের কার্যক্রমকে হিসেবের মধ্যে নিয়ে তার সম্পদ পুনর্গণনা করা হয়েছে। এর ফলে, তার প্রকৃত নেট ওয়ার্থ সংশোধিত হয়ে নতুন অবস্থানে এসেছে।

বিল গেটস তার একটি ব্লগ পোস্টে উল্লেখ করেন, তার বর্তমান সম্পদের পরিমাণ ১০৮ বিলিয়ন ডলার এবং তিনি আগামী দুই দশকের মধ্যে গেটস ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় সব সম্পদ দান করে দেওয়ার অঙ্গীকার করেন। তিনি আশা করছেন, ২০৪৫ সালের মধ্যে ফাউন্ডেশনটি ২০০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করবে এবং এরপর এটি বন্ধ হয়ে যাবে।

গেটস ফাউন্ডেশনের তথ্যমতে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ফাউন্ডেশনটিতে মোট ৬০ বিলিয়ন ডলার দান করেছেন। এছাড়া ওয়ারেন বাফেট একাই দিয়েছেন প্রায় ৪৩ বিলিয়ন ডলার।

বর্তমানে বিল গেটসের মাইক্রোসফটে মালিকানা মাত্র ১ শতাংশ হলেও, তিনি কোম্পানি থেকে শেয়ার ও ডিভিডেন্ড মিলিয়ে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি পেয়েছেন। তার বেশিরভাগ সম্পদ এখন ‘ক্যাসকেড ইনভেস্টমেন্ট’ নামক একটি হোল্ডিং কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়, যা রিয়েল এস্টেট, শক্তি খাত ও অন্যান্য বিনিয়োগে নিয়োজিত।

অন্যদিকে, স্টিভ বলমার মাইক্রোসফটের সিইও হিসেবে ২০০০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি তার কর্মমেয়াদে কোম্পানির প্রফিট-শেয়ারিং মডেল বাদ দিয়ে ইকুইটির মাধ্যমে লাভ নেওয়ার পথে যান, যার ফলশ্রুতিতে বর্তমানে কোম্পানির প্রায় ৪ শতাংশ শেয়ারের মালিক তিনি। মাইক্রোসফটের শেয়ারের দাম গত এক দশকে ব্যাপকভাবে বাড়ার কারণে বলমারের সম্পদও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বর্তমানে বলমার ‘লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স’ বাস্কেটবল দলের মালিক এবং এক সময় তিনি বলেছিলেন, গেটস ও অন্য প্রতিষ্ঠাতা পল অ্যালেন যখন বিনিয়োগ বহুমুখীকরণ করছিলেন, তখন তিনি মাইক্রোসফটের শেয়ার ধরে রেখেছিলেন — আর সেটিই তার ধনসম্পদের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

 
 

রিফাত

×