ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

কাঁচামাল রপ্তানিতে বাধ্যতামূলক ৩০% প্রক্রিয়াকরণ আইন পাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৫, ৭ জুলাই ২০২৫

কাঁচামাল রপ্তানিতে বাধ্যতামূলক ৩০% প্রক্রিয়াকরণ আইন পাস

ছবি: সংগৃহীত

স্থানীয় কাঁচামাল রপ্তানির আগে ৩০% প্রক্রিয়াকরণ বাধ্যতামূলক করে বিল পাস করলো সিনেট। নাইজেরিয়ার সিনেট স্থানীয় কাঁচামাল রপ্তানির আগে ন্যূনতম ৩০ শতাংশ প্রক্রিয়াকরণ বাধ্যতামূলক করে একটি বিল পাস করেছে। 'র’ ম্যাটেরিয়ালস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল আইন, ২০২২'-এর সংশোধন সংক্রান্ত প্রতিবেদনটি সিনেটের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি উপস্থাপন করলে বিলটি গৃহীত হয়।

বিলটির প্রস্তাবক ছিলেন সিনেটর অনিয়েকাচি এনওয়েবনি, যিনি ইবোয়ি নর্থ অঞ্চলের প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে মূল্য সংযোজনকে উৎসাহ দেওয়া, দেশীয় উৎপাদন খাতকে শক্তিশালী করা, আমদানির ওপর নির্ভরতা কমানো এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য রয়েছে।

নতুন আইন অনুযায়ী, যে কোনো রপ্তানিকারক ৩০ শতাংশ প্রক্রিয়াকরণ না করলে, রপ্তানির মোট মূল্যের উপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি তাদের 'মূল্য সংযোজন সার্টিফিকেট' স্থগিত অথবা বাতিল করা হতে পারে।

প্রক্রিয়াকরণের মাত্রা নির্ধারণ করা হবে কাঁচামালের ধরন, প্রয়োগকৃত প্রযুক্তি এবং লক্ষ্যবস্তু রপ্তানি বাজারের মানদণ্ডের ভিত্তিতে।

এই মূল্য সংযোজনের গাইডলাইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকবে র’ ম্যাটেরিয়ালস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল (RMRDC)। তারা গুণগত মান, নিরাপত্তা এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় মানদণ্ড নির্ধারণ করবে।

আইনের আওতায়, প্রক্রিয়াকরণ ছাড়াই রপ্তানি করা কাঁচামালকে "চোরাচালান পণ্য" হিসেবে গণ্য করা হবে এবং বিদ্যমান কাস্টমস আইন অনুযায়ী শাস্তিযোগ্য হবে। বিলটি দেশীয় শিল্পকারখানাকে উৎসাহ দিতে এবং স্থানীয়ভাবে প্রক্রিয়াকরণযোগ্য উপকরণের আমদানি হ্রাস করতেও ভূমিকা রাখবে।

সিনেট সভাপতি গডসউইল আকপাবিও বলেন, এই সংশোধিত আইন নাইজেরিয়ার শিল্পায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আরও বলেন, “এই বিলটি চাকরির সুযোগ সৃষ্টি, বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিতকরণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এটি সম্পূর্ণ আমদানি নির্ভরতা কমাতে সক্ষম হবে এবং পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখবে।”

আকপাবিও যোগ করেন, এই আইন দেশীয় শিল্পে উন্নত প্রযুক্তি ব্যবহারে সহায়তা করবে, পণ্যের মান উন্নত করবে এবং দেশীয় প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বাড়াবে, যা দেশের শিল্প খাতকে আরও এগিয়ে নেবে।

শহীদ

×