আফগানিস্তানে নারীদের জন্য মেডিক্যালে পড়া নিষিদ্ধ করা হয়েছে, যা বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তুলেছে। এই সিদ্ধান্তের সমালোচনা করে বৃহস্পতিবার তালেবান নেতাদের তাদের সাম্প্রতিক নির্দেশ আরোপ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর ভয়েস অব আমেরিকার।
জাতিসংঘ ছাড়াও তালেবানকে এই নির্দেশ প্রত্যাহারের জন্য সম্মিলিতভাবে আহ্বান জানাচ্ছেন অনেকেই। সমালোচকরা বলছেন, ওই নির্দেশের ফলে আফগান নারী ও মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণের অবশিষ্ট সুযোগ থেকে কার্যত বঞ্চিত করা হচ্ছে। আফগানিস্তানে জাতিসংঘের সহযোগিতা মিশন (ইউএনএএমএ) এক বিবৃতিতে সতর্ক করেছে, ‘খবরে প্রকাশিত নির্দেশটি প্রয়োগ করা হলে তা হবে নারী ও মেয়েদের শিক্ষা গ্রহণ ও স্বাস্থ্য পরিচর্যার অধিকারের ওপর আরও বিধিনিষেদের আরোপ। বিবৃতিতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা আরোপের খবরে ইউএনএএমএ গভীরভাবে উদ্বিগ্ন। এ বিষয়টি সরকারি তালেবান চ্যানেলগুলোর মাধ্যমে যাচাই করে দেখছে তারা। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে এমন কোনো সংবাদ এখনো পায়নি সংস্থাটি। প্রকাশ্যে এ বিষয়ে কোনো প্রকার আলোচনা করা নিষিদ্ধ জানিয়ে নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কর্মকর্তা ও বৈঠকে অংশগ্রহণকারীরা ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা এই নির্দেশ বুধবার থেকে কার্যকর হয়েছে।
এর একদিন আগে কাবুলে এক বৈঠকে মেডিক্যাল কলেজগুলোর প্রধানদের এ কথা জানিয়ে দেওয়া হয়।
বিশ্বব্যাপী সমালোচনার ঝড়
আফগান নারীদের মেডিক্যালে পড়া নিষিদ্ধ
শীর্ষ সংবাদ: