ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বন্যার কবলে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

প্রকাশিত: ২০:১০, ২৯ নভেম্বর ২০২৪

বন্যার কবলে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

চলতি সপ্তাহে টানা ভারি বৃষ্টির কারণে মালয়েশিয়ার ছয়টি রাজ্যে বন্যায় ৩৭ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ ছাড়া বন্যায় দেশটিতে তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার সুমাত্রায় বন্যা ও ভূমিধসে ২৭ জনের মৃত্যু হয়েছে।
সংসদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, কেলান্তান, তেরেঙ্গানু, কেদাহ, পারলিস, জোহর এবং পেরাক রাজ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ৩২২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ বুধবার কেলান্তান, পাহাং এবং তেরেঙ্গানু রাজ্যে অবিরাম ভারি বৃষ্টির জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। এটি বিপজ্জনক মাত্রার বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়া ॥ ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া কাদার নিচে চাপা পড়েছে অনেক ঘরবাড়ি ও যানবাহন। চাপা পড়াদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। উত্তর সুমাত্রার একজন সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। উত্তর সুমাত্রা প্রদেশে গত সপ্তাহ থেকে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যে কারণে প্রদেশের চারটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা। উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র হাদি ওয়াহইউদি জানান, বুধবার ডেলি সেরদাংয়ের একটি গ্রামে ভূমিধসে অন্তত ৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত ও নিখোঁজ অনেকে।

×