.
উত্তর কোরিয়া প্রথমবারের মতো তার পারমাণবিক বোমার জন্য জ্বালানি উৎপাদনকারী সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করেছে। শুক্রবার দেশটির শীর্ষনেতা কিম জং উন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করেছিলেন। উনের পরমাণু অস্ত্র ইনস্টিটিউট এবং অস্ত্র-গ্রেডের পারমাণবিক উপকরণগুলোর উৎপাদন ঘাঁটি পরিদর্শনের এটি প্রথম প্রকাশিত ছবি।
এই ছবি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির অভ্যন্তরের একটি বিরল চিত্র প্রদান করে বলে মন্তব্য করেছে রয়টার্স। কারণ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, কিম জং উন ধাতব সেন্ট্রিফিউজের দীর্ঘ সারিগুলোর মধ্যে হাঁটছেন। তবে উন কখন কেন্দ্রটি পরিদর্শন করেছেন তা স্পষ্ট করা হয়নি।