ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

স্পেনে যুবলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ২০:৪২, ২০ জুন ২০২৪

স্পেনে যুবলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) রাত ১০টায় বার্সেলোনা সেন্টারের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা।

কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোরের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাতালোনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমু, স্পেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার মনিকা, কাতালোনিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুতালেব আলমামুন লাবু, মানবাধিকারকর্মী মোহাম্মেদ কামরুল, স্পেন আওয়ামী লীগের সদস্য নাজমা জামাল, বন্ধুসুলভ মহিলা সমিতি বার্সেলোনার সভাপতি শিউলী আক্তার, আওয়ামী লীগ কাতালোনিয়া শাখার প্রচার সম্পাদক রুবেল হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সদস্য জুয়েল আহমেদ, আব্দুল মান্নান, জাহিদুল ইসলাম দিপু, সুলেমান আহমেদ, ফারহান প্রীথম, মামুন হোসেন, আশরাফুল ইসলাম মাসুদ, শামিম আহমেদ চৌধুরী, জাকমান হোসেন তুহিন, ইমরুল ইসলাম সালমান, রাকিব রাজ, নুরুল আমিন প্রমুখ।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কাতালোনিয়া যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রবাসে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে সজাগ থাকতে হবে।’

 

এম হাসান

×