
সংস্কৃতির ছোয়ায় ফাগুনের সাজে সেজেছে নারীরা।
জমকালো আয়োজনে কানাডার মন্ট্রিয়েলে অনুষ্ঠিত হয়ে গেল ফাগুনের শুভেচ্ছা জানানো 'ফাগুন উৎসব'। এক ঝাঁক উদীয়মান সংস্কৃতি মনা প্রবাসী নারী-পুরুষের দেয়া নামকরণে গঠিত 'ফ্যামিলী এন্ড ফ্রেন্ডস' এর উদ্যোগে শনিবার সন্ধ্যা ৬টায় সংশ্লিষ্ট দেশের ওই সিটির পার্ক হলে এই মনোমুগ্ধকর উৎসব অনুষ্ঠিত হয়। এতে ছিল ফাগুনকে নানা রংয়ে সাজিয়ে আবহমান বাংলার নানান আকর্ষণীয় গান ও নৃত্য।বিশিষ্ট ব্যবসায়ী সালাম মোল্লা মিসেস সালমা মোল্লা, মিতা খন্দোকার,নাসরিন আহমেদ , মিসেস এমিনি,সাফিনা করিম,লিলি চৌধুরী,মিসেস রাহি, সিমা,আছমা, কাকন, নেলির আয়োজনে মন্ট্রিয়েলের কণ্ঠ শিল্পী সাফিনা করিমের চমৎকার সঞ্চালনা এবং তার সুরেলা কণ্ঠে গাওয়া একের পর এক মনমাতানো গান উপস্থিত দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।
এছাড়া সাকিলা খান, আশরাফুল পাভেল, শরিফ রহমান সহ আরও কয়েক শিল্পী গান পরিবেশন করে পুরো হলকে করে তুলেন প্রাণবন্ত।
এদিকে অনুষ্ঠান চলাকালে কিছু সময়ের জন্য হলেও কানাডা প্রবাসীরা তাদের চোখে দেখতে পান প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও সংস্কৃতির ছোয়ায় ফাগুনের আনন্দের পরশ। সাউন্ড সিস্টেম এন্ড ফটো গ্রাফারে ছিলেন আরিফ সিদ্দিকী।
অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশি নারী পুরুষ ও ভিনদেশীয়দের মাঝে ব্যাপক আনন্দের খোরাক জুগিয়েছে।
এসআর