
মনুষ্যবিহীন যুদ্ধবিমান (ড্রোন)
শনিবার অ্যামেরিকার একটি ডেস্ট্রয়ার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে রেড সিতে পাঠানো বিপুল সংখ্যক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সিইএনটিসিওএম) ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সিইএনটিসিওএম বলেছে, ‘রেড সিতে কার্যক্রম চালানো আর্লেই বার্ক ক্লাসের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস কার্নি ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে নিক্ষেপ করা ১৪ টি ড্রোনকে সফলভাবে শনাক্ত ও ভূপাতিত করেছে।’
আরও পড়ুন : মেট্রোরেলের দরজায় শাড়ি আটকে নারীর করুণ মৃত্যু
ওই বিবৃতিতে সিইএনটিসিওএম আরও বলে, ‘একমুখী আক্রমণের জন্য ব্যবহৃত ড্রোনগুলো ধ্বংসের সময় ওই এলাকায় কারও আহত বা জাহাজের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’
ইযরায়েলে অক্টোবরের ৭ তারিখ হামাসের হামলার পর থেকেই সশস্ত্র গোষ্ঠী হুথিও ইয়েমেনের কয়েকটি অঞ্চল থেকে ইযরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
এবি