ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

প্রকাশিত: ১৭:১১, ২৭ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ১৭:১৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 

তামিম ইকবালকে ছাড়াই ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ভারতের গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হন টাইগাররা। আগামী ১৯ নভেম্বর পর্দা নামবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে ভারত গেছেন সাকিব-মুশফিকরা। দলের খেলোয়াড়রা সবাই গেছেন একই ফ্লাইটে। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের সব সদস্যও দলের সঙ্গে গেছেন। 

টাইগাররা সরাসরি চলে যাবে ভারতের গোয়াহাটিতে। সেখানে আগামী ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টাইগাররা। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে ২ অক্টোবর। দুটি ম্যাচই হবে আড়ইটায়।৫ অক্টোবর শুরু এবারের ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী দিনে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায়। এরপর যথাক্রমে ১০ অক্টোবর ইংল্যান্ড, ১৩ অক্টোবর নিউজিল্যান্ড, ১৯ অক্টোবর ভারত, ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ২৮ অক্টোবর নেদারল্যান্ডস, ৩১ অক্টোবর পাকিস্তান, ৬ নভেম্বর শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো খেলবে। 

এম হাসান

×