
রাজা তৃতীয় চার্লস। ফাইল ছবি।
ফ্রান্সে চলমান বিক্ষোভের কারণে দেশটিতে রাষ্ট্রীয় সফর স্থগিত করেছেন রাজা তৃতীয় চার্লস। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
আগামী রবিবার (২৬ মার্চ) প্যারিস এবং বোর্দোতে যাওয়ার কথা ছিল ব্রিটিশ রাজার। এ দুটি শহরেই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, আগামী মঙ্গলবার আবারও রাস্তায় নামার হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা। আর এ বিষয়টি বিবেচনা করে রাজা তৃতীয় চার্লসের সফর স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং রাজা আজ সকালে ফোনে কথা বলেন। এ ফোন কলের পর ফ্রান্স ও যুক্তরাজ্য সরকার এ সিদ্ধান্ত (সফর বাতিল) নিয়েছে। মহামান্যকে (তৃতীয় চার্লসকে) আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে মেলে এমন সময় স্বাগতম জানানো হবে...এই রাষ্ট্রীয় সফরটির দিন ও তারিখ যত দ্রুত সম্ভব আবারও পুনঃনির্ধারিত হবে।
টানা কয়েকদিন বিক্ষোভ চলমান থাকায় ব্রিটিশ রাজার প্যারিস সফর নিয়ে শঙ্কা ছিল। কিন্তু সরকারি কর্মকর্তারা দাবি করছিলেন, পরিকল্পনা অনুযায়ী সফর হবে। কিন্তু শেষ পর্যন্ত সফরটি স্থগিত করতে হলো।
এমএম