ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইস্তাম্বুলের মেয়র একরামকে ২ বছর ৭ মাসের জেল

প্রকাশিত: ১১:১৫, ১৫ ডিসেম্বর ২০২২; আপডেট: ১১:২০, ১৫ ডিসেম্বর ২০২২

ইস্তাম্বুলের মেয়র একরামকে ২ বছর ৭ মাসের জেল

একরাম ইমামোগলু

সরকারি কর্মকর্তাদের মানহানির দায়ে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুকে ২ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় বুধবার (১৪ ডিসেম্বর) এ কারাদণ্ড দেওয়া হয়।

করাম ইমামোগলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অন্যতম প্রতিদ্বন্দ্বী রাজনীতিবীদ। সামনের নির্বাচনে এরদোয়ানের বিরুদ্ধে তার লড়ার কথা। 

একরাম ২০১৯ সালে ইস্তাম্বুলের মেয়র পদে নির্বাচিত হন। কিন্তু সে নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করা হয়। পরে ওই বছরের শেষ দিকে পুনরায় নির্বাচন হলে জয় পান তিনি। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টির প্রার্থীকে হারিয়ে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন ধর্মনিরপেক্ষ দল সেক্যুলার রিপাবলিকান পার্টির একরাম ইমামোগলু। এর মাধ্যমে ইস্তাম্বুলে একে পার্টির দীর্ঘ ২৫ বছরের শাসনের সমাপ্তি ঘটে।

দ্বিতীয়বারের নির্বাচনে জেতার পর, আগের নির্বাচনের ফলাফল বাতিলের জন্য তিনি সরকারি কর্মকর্তাদের ‘বোকা’ বলে আখ্যা দিয়েছিলেন।

জানা গেছে, মেয়র একরাম এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। যদি উচ্চ আদালতে এ কারাদণ্ড বহাল থাকে, তবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। তবে এর আগ পর্যন্ত রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে তার কোনো বাধা নেই।

কারাদণ্ড দেওয়ার প্রতিক্রিয়ায় একরাম বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তুরস্কে আইনের শাসন নেই। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ এর জবাব দেবে। এরদোয়ান সরকারের স্পষ্ট মদদে আমার বিরুদ্ধে এমন রায় দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসএইচ

সম্পর্কিত বিষয়:

×