
প্রবাসী মফিজুল হক।
দেশে ফেরার পথে ওমান বিমানবন্দরে প্রবাসী মফিজুল হক (৪৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে দেশটির মাস্কাট বিমানবন্দরে তার মৃত্যু হয়।
মফিজুল হক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামছুল হকের ছেলে। বাড়িতে তার স্ত্রীসহ এক ছেলে দুই মেয়ে রয়েছে।
জানা যায়, জীবনের দীর্ঘ সময় বিভিন্ন দেশে কাটিয়ে পাঁচ বছর আগে ওমানে যান মফিজুল হক। সেখানে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। এতে তার এক পায়ে পচন ধরলে চিকিৎসক তাকে দেশে এসে চিকিৎসার পরামর্শ দেন।
চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারী জানান, দীর্ঘদিন পর দেশে আসার জন্য বিমানবন্দরে এলে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মফিজুল হক। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ দেশে আসার পর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এম হাসান