ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

ছুটিতে উমরাহ পালনে সৌদি যাচ্ছেন সাধারণ মানুষ

প্রকাশিত: ১৭:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ছুটিতে উমরাহ পালনে সৌদি যাচ্ছেন সাধারণ মানুষ

কাবাঘর। ফাইল ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত তিন দিনের লম্বা ছুটি পাচ্ছেন আরব আমিরাতের সাধারণ মানুষ। দীর্ঘ এ ছুটিতে অনেকে পবিত্র উমরাহ পালন করার পরিকল্পনা করছেন। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে, গত কয়েক দিনে আরব আমিরাত থেকে অনেক মানুষ সৌদি আরবে গেছেন।

খালিজ টাইমসের সঙ্গে কথা হয় শারজার বাসিন্দা রহমত আলীর। তিনি পেশায় দর্জি। রহমত জানিয়েছেন, দুই বছর ধরে উমরাহ পালনের পরিকল্পনা করছেন। এবার লম্বা ছুটি পড়ায় নিজের স্বপ্ন পূরণে সৌদি যাবেন তিনি।

খুব বেশি চিন্তা-ভাবনা না করে, আমি ভিসার আবেদন করি ও ২৮ সেপ্টেম্বরের বিমানের টিকিট কাটি। এ সপ্তাহে আমি শুক্রবারের জুম্মার নামাজ আদায় করব পবিত্র স্থানে। আমি এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।

সৌদির পার্শ্ববর্তী দেশ হওয়ায় আরব আমিরাত থেকে অনেক মানুষ প্রায় প্রতি সপ্তাহে উমরাহ করতে যান। ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে, এ সপ্তাহে তাদের ব্যস্ততা বেড়েছে।

রেহান আল-জাজিরা ট্যুরিজমের কর্মকর্তা শিহাব পারওয়াদ জানিয়েছেন, আরব আমিরাতে সবসময় উমরাহর ডিমান্ড থাকে। আমরা লক্ষ্য করেছি, এ সপ্তাহে মানুষের সংখ্যা বেড়েছে। তারা সৌদি আরব গিয়ে ধর্মীয় কাজে সময় কাটানোর পরিকল্পনা করছেন।

আরব আমিরাত থেকে সড়কপথে বাসে করেও সৌদি যাওয়া যায়। তবে বেশিরভাগ মানুষ বিমানে করে যাতায়াত করেন।

সূত্র: খালিজ টাইমস

 

 এসআর

×