ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রক্তভেজা উড়ো পার্সেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ৩ ডিসেম্বর ২০২২

রক্তভেজা উড়ো পার্সেল

স্পেনের মাদ্রিদে ইউক্রেনের দূতাবাসের সামনে নিরাপত্তা বাড়িয়েছে দেশটির পুলিশ

স্পেনে ইউক্রেনের রাষ্ট্রদূতসহ অন্য উচ্চপদস্থ ব্যক্তিদের নিশানা করে একাধিক চিঠি বোমা পাওয়ার ঘটনার পর এবার ইউরোপজুড়ে আরও বেশ কয়েকটি দেশের ইউক্রেন দূতাবাস ও কনস্যুলেটে রক্তভেজা পার্সেল পাওয়ার কথা জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব পার্সেলে প্রাণীর চোখ আছে, বলছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো জানিয়েছেন হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, স্পেনের ইউক্রেন দূতাবাস ও কনস্যুলেটে পার্সেলগুলো পাওয়া গেছে।

চেক প্রজাতন্ত্রের পুলিশও এমন পার্সেল পাওয়ার কথা জানিয়েছে। তবে কে বা কারা এ সমস্ত পার্সেল পাঠিয়েছে তা এখনও জানা যায়নি। দুইদিন আগে স্পেনের রাজধানী মাদ্রিদের ইউক্রেন দূতাবাসে চিঠিবোমা বিস্ফোরণে একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন। -বিবিসি

×