ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামী বছরের জুনে চার্লসের রাজ্যাভিষেক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২০, ৬ অক্টোবর ২০২২

আগামী বছরের জুনে চার্লসের রাজ্যাভিষেক

রাজা তৃতীয় চার্লস

গত মাসে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর কোন আনুষ্ঠানিকতা ছাড়াই রাজা হয়েছিলেন চার্লস। রাজা তৃতীয় চার্লস নাম নিয়ে সিংহাসনেও বসেছেন ব্রিটেনের সাবেক এই প্রিন্স অব ওয়েলস। কিন্তু রাজা চার্লসের এখনও রাজ্যাভিষেক হয়নি। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জুন মাসের ৩ তারিখ নতুন এই ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠান হতে পারে। যুক্তরাজ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

মূলত রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই সিংহাসনের অধিকারী হয়েছেন চার্লস। কিন্তু একজন মুকুটধারী রাজা হতে বাস্তব এবং প্রথাগত কিছু পদক্ষেপের মধ্য দিয়ে তাঁকে যেতে হবে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের ৩ জুন লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসকে মুকুট পরানো হতে পারে বলে যুক্তরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন। অবশ্য এ বিষয়ে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাননি তারা। -ব্লুমবার্গ

×